Jhargram News: দুষ্টুমি করায় থাপ্পড় মেরেছিলেন, বাড়ি থেকে বন্দুক এনে শিক্ষককে তাড়া ছাত্রের !
West Bengal News: ওই ছাত্রের বিরুদ্ধে আগেও ইভটিজিং-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : দুষ্টুমি করায় শিক্ষক থাপ্পড় মেরেছিলেন। তারপর স্কুলে ঢুকে বন্দুক নিয়ে ওই শিক্ষকের দিকে তেড়ে গেল ছাত্র ! ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূলকর্মীর ছেলের তাণ্ডব ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তারপরেই হাতেনাতে পাকড়াও করা হয় দশম শ্রেণির ওই ছাত্রকে। তাকে হোমে পাঠানো হয়েছে। লাইসেন্সহীন পিস্তলটি আটক ছাত্রের বাবা তথা এলাকার তৃণমূলকর্মীর, এমনই খবর পুলিশ সূত্রে। ওই ছাত্রের বিরুদ্ধে আগেও ইভটিজিং-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর।
বিস্তারিত...
দশম শ্রেণির ওই ছাত্র দুষ্টুমি করছিল। তাই তাকে থাপ্পড় মেরেছিলেন এক শিক্ষক। গোপীবল্লভপুর হাইস্কুলের ঘটনা। ওই ছাত্র প্রথমে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের নামে অভিযোগ জানাতে যায়। প্রধান শিক্ষক বলেন, বিষয়টি দেখছি। এই ছাত্রের বিরুদ্ধে স্কুলে একাধিকবার দুষ্টুমি করা, উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
গতকালও যখন ইতিহাস ক্লাস চলছিল, সেই সময় শিক্ষক তাকে দুষ্টুমি করতে বারণ করেন। সেই সময় শিক্ষক তাকে থাপ্পড় মারেন। এরপর ছাত্রটি টিফিনের সময় বাড়ি চলে যায়। বাড়ি থেকে যখন ফিরে আসে ব্যাগে একটি লোডেড নাইন এমএম পিস্তল নিয়ে আসে। ছুরি নিয়ে আসে। স্কুলে ঢুকেই ওই ইতিহাসের শিক্ষককে দেখতে পেলে বন্দুক উঁচিয়ে তাকে তাড়া করে। স্কুলে তার সহপাঠীরা অর্থাৎ দশম শ্রেণির যে ছাত্ররা ছিল, তারা তাকে আটক করে। এরপর ছাত্রটি প্রধান শিক্ষকের ক্লাসরুমে ঢুকে পড়েন।
শিক্ষককে না পেয়ে দশম শ্রেণির ছাত্র শিক্ষকের বাড়িতে যায়। পাশেই বাড়ি। সেখানে তাঁর স্ত্রী এবং কন্যাসন্তান ছিলেন। কর্মরত সিভিকরা এই ছাত্রকে ধরে ফেলে। এরপরই তাঁরা বেলিয়াবেড়া থানায় খবর দেন। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ছাত্রটিকে আটক করা হয়। পুলিশ খতিয়ে দেখছে, এই বন্দুকটি সে কোথা থেকে পেল। জানা গেছে, এলাকার এক তৃণমূল কর্মীর ছেলে সে। বন্দুকটি তার বাবার। তার বাবা পলাতক। কিন্তু, তার বাবার কাছে এই অবৈধ বন্দুক কীভাবে এল সেটা পুলিশ খতিয়ে দেখছে। আজ ঝাড়গ্রাম জুভেনাইল আদালতে তোলা হয়েছিল দশম শ্রেণির ছাত্রকে। আদালত থেকে হোমে পাঠানো হয়েছে।
ছাত্র-শিক্ষক সম্পর্ক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। একজন শিক্ষক যেমন ছাত্রকে জীবনে চলার পথ দেখান, শিক্ষা দেন, একইভাবে ছাত্রেরও কাজ শিক্ষকের দেখানো পথে চলা। তাঁর শিক্ষা গ্রহণ করা। এমনটা হলেও সমাজ সুন্দর হয়। কিন্তু, কখনো কখনো ব্যতিক্রমী এ ধরনের ঘটনা দেখা যায়।






















