Job Seekers: কবে মিলবে হকের চাকরি? দিদিকে বলো কর্মসূচি পালন আন্দোলনকারীদের
Didi Ke Bolo: আজ তাঁরা দিদিকে বলো (Didi ke Bolo) কর্মসূচি পালন করছেন। প্রত্যেক আন্দোলনকারী নবান্নে (Nabanna) একটি করে চিঠি পাঠাবেন।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: গাঁধী মূর্তির নিচে এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের ধর্না (Job Seekers) ৬৮৮দিনে পড়ল। আজ তাঁরা দিদিকে বলো (Didi ke Bolo) কর্মসূচি পালন করছেন। প্রত্যেক আন্দোলনকারী নবান্নে (Nabanna) একটি করে চিঠি পাঠাবেন।
দিদিকে বলো কর্মসূচি পালন: যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে লিখছেন চিঠি। মঙ্গলবার এমন ছবি দেখা গেল গাঁধী মূর্তির নিচে। যা দেখে এক লহমায় মনে হতেই পারে কোনও পরীক্ষা চলছে। এদিন দিদিকে বলো কর্মসূচি পালন করছেন তাঁরা। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, এই চিঠি তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবেন। নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সে সম্পর্কে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন তাঁরা। এক চাকরিপ্রার্থী বলেন চিঠিতে আমরা জানিয়েছি, "আমরা ২০১৬ সালের SLST-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে সংক্রান্ত নানা অসংগতির কারণে আমরা বঞ্চিত।''
কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। পুরনো বছর পেরিয়ে এসেছে নতুন বছর। অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে চাকরির জন্য কাতর আবেদন আন্দোলনকারীদের। উল্লেখ্য, এর আগে সরস্বতী পুজোর দিন চাকরিপ্রার্থীদের ধর্নায় (Job Seekers) নিষেধাজ্ঞা জারি করে পুলিশ (Police)। একদিন আগেই ধর্নামঞ্চে সরস্বতী পুজোর আয়োজন করেন আন্দোলনকারীরা। সরস্বতী সাজে চাকরিপ্রার্থীর মেয়ে। পুজোর যাবতীয় আয়োজন গাঁধীমূর্তির পাদদেশে।
গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি ছিল সরস্বতী পুজোও। নিরাপত্তার কারণে গাঁধীমূর্তির পাদদেশে ধর্নায় নিষেধাজ্ঞা জারি করে ময়দান থানার পুলিশ। নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা ধর্নামঞ্চে সরস্বতী পুজো সারেন আগেভাগেই। সরস্বতী সাজে এক চাকরিপ্রার্থীরই শিশুকন্যা। অন্যায়ের প্রতিবাদে এই সাজ বলে জানালেন চাকরিপ্রার্থী। আন্দোলনকারীদের প্রার্থনা একটাই সবার যেন চাকরি হয়। এই প্রতীকী সরস্বতী পুজোয় পথেই প্রতিমা থেকে পুজোর যাবতীয় উপচারের আয়োজন করা হয় এদিন। পুজোর অঞ্জলি নেই, ওঠে চাকরিপ্রার্থীদের স্লোগান।