RG Kar News: পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি চিকিৎসকদের
RG Kar Issue: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা।
কলকাতা: পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি জানিয়ে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। মণ্ডপে মণ্ডপে নিহত চিকিৎসকের মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি জানিয়ে পুজো উদ্যোক্তাদের চিঠি দিচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে 'দ্রোহ মঞ্চ ও শপথ কোণ' তৈরির আবেদন ডাক্তারদের।
অন্যদিকে আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা। 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে', ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক সিনিয়র চিকিৎসকদের। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন সিনিয়র চিকিৎসকরাও।
এই অডিওতে নির্যাতিতার বাবা বলছেন, গত ৯ অগাস্ট আমার মেয়ে এই পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে। চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু আজকে আমার পরিবার অনেক বড় হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ ভারতবাসী, দেশের বাইরের মানুষও আমার পরিবারের সদস্য হয়েছেন। আর আমার মেয়ে যাতে সুবিচার পায়, সেজন্য তাঁরা আন্দোলন করে যাচ্ছেন। চাইব যতদিন আমার মেয়ে সুবিচার না পায়, ততদিন তাঁরা যেন আমার পাশে থাকেন।' নির্যাতিতার মায়ের কন্ঠে শোনা যাবে, 'আমি আপনাদের অভয়া বা তিলোত্তমার মা বলছি। আমার মেয়েটা আজ চলে গিয়েছে, কিন্তু সত্যিই কি চলে গিয়েছে? আমি মনে করি, আপনারা যাঁরা আন্দোলনকারী, যাঁরা আমার মেয়ের জন্য লড়ছেন, সবাই আমার মেয়েকে নিজের পরিবারের মেয়ে ভেবেছেন, তাঁদের সঙ্গে আমার মেয়ে বেঁচে রয়েছে। তবে আমার অনেক আশা ছিল। পুজোয় আমার মেয়ে পরিকল্পনা করেছিল, বাড়িতে থাকবে। আমার সঙ্গে সবকিছু করবে। নিজে আলপনা দেবে, শ্রী বানাবে, নিজের হাতে সব কাজ করবে, সবার সঙ্গে আনন্দ করবে। বেশি সময়ে ছুটি পাবে বলে ও এবার অনেক পরিকল্পনা করে রেখেছিল। কিছুই পূর্ণ হয়নি। পুজোর আগেই আমার দুর্গা বিসর্জন হয়ে গিয়েছে। তবে তার যেন আমি সুবিচার পাই, তার জন্য আপনারা আজ রাস্তায়। সিনিয়র-জুনিয়র চিকিৎসক সবাই আজকে আন্দোলন করছেন। তাঁরা তো আন্দোলন করার জন্য ডাক্তার হননি, মানুষকে পরিসেবা দেওয়ার জন্য ডাক্তার হয়েছেন। তবে পরিস্থিতি তাঁদের আন্দোলনে নামতে বাধ্য করেছে। আমি সমস্ত জনগণকে বলব, যাঁরা পুজোর সময় ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন তাঁরা যেন তাঁদের মেয়ে, আমার মেয়ে যেন বিচার পায় এই প্রার্থনা করবেন। এই পৃথিবীর অসুর নিধন যেন মা করে যান'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।