Mamata Banerjee: 'কে কী বলল, ডোন্ট কেয়ার! ঠাণ্ডা মাথায় কাজ করুন', পুলিশদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee on Police Team: 'পুজোর সময় দিন-রাত্রি জেগেছে পাহারা দিতে হয়। বন্যাত্রাণে অনেক কাজ করেছেন, মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এই কাজগুলো কেউ মনে রাখেন না', বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা: আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার কথায় যেমন উঠে এল পুলিশের ডিউটির কথা, পাশাপাশি উঠে এল জয়নগরকাণ্ডের কথাও। আজ মুখ্যমন্ত্রী পুলিশদের উদ্দেশ্য করে বলেন, 'আপনারা রিয়েল স্টার, দায়িত্ব নিয়ে কাজ করুন। কে কী বলল, ডোন্ট কেয়ার, আরও কুল হয়ে কাজ করতে হবে', আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকর্মীদের উদ্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনারা কত কাজ করেন। ফুটবল খেলাতেও রয়েছেন, বিয়েতেও পাহারা দিতে হয়। শ্রাদ্ধেও পাহারা দিতে হয়। পুজোর সময় দিন-রাত্রি জেগেছে পাহারা দিতে হয়। বন্যাত্রাণে অনেক কাজ করেছেন আপনারা, মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন নৌকায় করে করে। এই কাজগুলো কেউ মনে রাখেন না। হাজার কাজের মধ্যে একটু ভুল হলে সেটা নিয়ে অনেকে উল্টোপাল্টা কথা বলে, চক্রান্ত করে অপপ্রচার করে। অথচ তারা জানে না, সেনাদলের যে সম্মান রয়েছে, সেন্ট্রাল ফোর্সের যে সম্মান রয়েছে, বাংলায় কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশেও কম নয় বরং বেশি। তাদেরও পরিবার রয়েছে। যাঁরা কাজ করেন তাঁদেরই ভুল হয়। রোদ বর্ষায় ট্রাফিক পুলিশেরা কাজ করেন, তখন আমরা তাদের কাজ দেখি না। আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডকে আগে জায়গা করে যায়। অসুস্থ মানুষকে জায়গা করে দেয়, গ্রীন করিডোর করে নিয়ে যায়.. সেই কাজগুলোকে মনে রাখতে হবে। আমি এখনও মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে তার পরিবার পরিজন তাঁর সঙ্গে থাকে বলে। পুজোয় পুলিশের পরিবার বলে না আমায় নিয়ে ঠাকুর দেখতে চলো। বলে তুমি ডিউটি করো আমরা দেখে নেব। পুলিশ সবসময় মানুষের উৎসবে নিজেকে নিয়োজিত করেন। আমাদের মহিলা পুলিশের সংখ্যা অনেক বেড়েছে। আমি চাই মহিলারা আরও বেশি করে কাজে যোগ দিন।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দু-একটা ঘটনা কখনও কখনও বাংলায় ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। করা উচিত। অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় কোনও ঘটনা ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে থাকে। কোনও প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়?'
আরও পড়ুন: Nagarjuna: আর্থিক প্রতারণার অভিযোগ, মামলা দায়ের এই জনপ্রিয় অভিনেতার নামে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।