Joka ESI Patient Death: চিকিৎসায় 'গাফিলতিতে' থ্যালাসেমিয়া আক্রান্তের মৃত্যু, জোকা ESI-তে ধুন্ধুমার
West Bengal News: চিকিৎসা না পেয়ে সরশুনার সোনামুখীর ছাত্রের মৃত্যুর অভিযোগ। আর তাতেই তুলকালাম জোকা ESI হাসপাতাল চত্বর।
ঝিলম করঞ্জাই, কলকাতা: চিকিৎসায় গাফিলতিতে ছাত্রের মৃত্যুর (Joka ESI Patient Death:) অভিযোগে উত্তপ্ত জোকা ESI। অভিযোগ চিকিৎসায় 'গাফিলতিতে' থ্যালাসেমিয়া আক্রান্ত ছাত্রের মৃত্যু হয়েছে।
ছাত্রের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত: চিকিৎসা না পেয়ে সরশুনার সোনামুখীর ছাত্রের মৃত্যুর অভিযোগ। আর তাতেই তুলকালাম জোকা ESI হাসপাতাল চত্বর। আধার কার্ড নিয়ে বিতর্কে আইসিইউতেও নিয়ে যেতে দেরি করার অভিযোগ ওঠে। দুপুরে মৃত্যু হয় ওই ছাত্রের। থ্যালাসেমিয়া আক্রান্তের মৃত্যুর পরই জোকা ESI হাসপাতালে বিক্ষোভ দেখান পরিজনরা। জোকা ESI হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় গতকাল রাতে হাসপাতালে আনা হয়েছিল ছাত্রকে। তবুও ভর্তি করা হয়নি। হাসপাতালে ভর্তি না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অসুস্থ ছাত্রকে। বাড়ি আনার পরে শারীরিক অবস্থার অবনতি, ফের আনা হয় হাসপাতালে। থ্যালাসেমিয় আক্রান্ত ওই ছাত্রের রক্তের গ্রুপ ও নেগেটিভ। সেই কারণে পরিবারের তরফে ব্লাড ডোনারও জোগাড় করে রাখা ছিল। ভোর ৫টায় হাসপাতালে আনলেও গুরুতর অসুস্থ রোগীকে ফেলে রাখা হয় ট্রলিতে। দুপুরেও আইসিইউতেও ভর্তির ক্ষেত্রে টালবাহানা করা হয়। শেষমেশ আইসিইউতে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
এর আগে চলতি মাসে জোকার ESI হাসপাতালে রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। এদিন সকালে হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের পিছনে এক যুবককে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। যুবকের মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায়। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, বছর ২৯-এর যুবকের নাম রৌনক ভট্ট, তিনি বেহালার রাজা রামমোহন রায় রোডের বাসিন্দা। ৫ নভেম্বর সন্ধে থেকে নিখোঁজ ছিলেন। বেহালা থানায় নিখোঁজ ডায়েরি হয়। পুলিশের দাবি, শিরদাঁড়ার অসুখ এবং চাকরি নিয়ে ডিপ্রেসনে ছিলেন ওই যুবক। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে তারও তদন্ত করছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Potato Export Stop: আলুর দামে আগুন, এবার রফতানি বন্ধের সিদ্ধান্ত