Potato Export Stop: আলুর দামে আগুন, এবার রফতানি বন্ধের সিদ্ধান্ত
Potato Price Hike: সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
![Potato Export Stop: আলুর দামে আগুন, এবার রফতানি বন্ধের সিদ্ধান্ত Potato Price Hike West Bengal Task Force ask to stop Potato Export Potato Export Stop: আলুর দামে আগুন, এবার রফতানি বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/37974cdae1c8b100a076f9d4c9fb412a173227759496051_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরের দিনই বাজারে নামল টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের দাবি, বাজারে বাজারে অভিযান চলছে। যদিও ক্রেতাদের প্রশ্ন, বাজারে টাস্ক ফোর্স ঘুরলে, দামে লাগাম পরানো যাচ্ছে না কেন? এই আবহে এবার রাজ্য থেকে আলু রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল টাস্ক ফোর্স।
রফতানি বন্ধের সিদ্ধান্ত: বাজারে আগুন। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে টাস্ক ফোর্স-আছে সবই। কিন্তু কারও অভিযানে যে কোনও কাজ হচ্ছে না, তা বাজারে গেলে হাড়ে হাড়ে টের পাচ্ছে সাধারণ মানুষ। মহার্ঘ আলু-পেঁয়াজ থেকে সবজি। এই প্রক্ষিতে সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আলু বলেছিলাম, নিজের রাজ্য আগে পাবে। আমরা বলেছিলাম, আমাদের যা প্রয়োজন রাজ্যে সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে, ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি, এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। এটা বন্ধ করুন, আলু মজুত করুন, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে।''
মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরের দিনই বাজারে নামল টাস্ক ফোর্স। শুক্রবার সকালে সল্টলেকের BD মার্কেটে হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা। কলকাতার বাজারে এখন চন্দ্রমুখী আলুর কেজি ৩৮-৪০ টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২-৩৪ টাকায়। পেঁয়াজ ৭০-৮০ টাকা কেজি। টাস্ক ফোর্সের দাবি, তারা যথেষ্ট সক্রিয়। বাজারে বাজারে লাগাতার অভিযান চলছে। এবার আলু রফতানি বন্ধ করার সিদ্ধান্ত টাস্ক ফোর্সের।
যদিও টাস্ক ফোর্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। তাঁদের প্রশ্ন, বাজারে টাস্ক ফোর্স ঘুরলে, দামে লাগাম পরানো যাচ্ছে না কেন? বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই খুচরো বাজারে দামবৃদ্ধি। মধ্যসত্ত্বভোগীদের আটকাতে না পারলে, দামে লাগাম পরানো যাবে না। আলু রফতানিতে মুখ্যমন্ত্রী রাশ টানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিম মেদনীপুরের হিমঘরে যে আলু মজুত রয়েছে ওটা না বলতে পারলেও, হুগলি বা বর্ধমানের হিমঘরে যে আলু মজুত রয়েছে। ওই বিষয়ে ওখানকার তৃণমূল নেতারা ভালো বলতে পারবেন। মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে কথা বলা উচিত।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Goods Train Derailed: ফের বেলাইন ট্রেন, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)