Steam Jungle Tea Estate Safari: জঙ্গল-চা বাগানের মাঝ বরাবর ছুটবে ট্রেন, তিন ঘণ্টায় শিলিগুড়ি-রংটং রিটার্ন সফর
শিলিগুড়ি জংশন-রংটং রিটার্ন এই সফর করতে ট্রেনটি মোট সময় নেবে ৩ ঘণ্টা ২০ মিনিট।
বাচ্চু দাস, শিলিগুড়ি (দার্জিলিং) : ভ্রমণপিপাসু বাঙালির বসন্ত। টয় ট্রেন (Toy Train), ভিস্টা ডোমের (Vistadome) পর এবার স্টিম জঙ্গল টি সাফারি। জঙ্গল-চা বাগানের বুক চিরে ছুটবে এই ট্রেন। করোনার ধাক্কা কাটিয়ে উত্তরবঙ্গের পর্যটনকে চাঙ্গা করতে সোমবার থেকে এই নতুন ট্রেন চালু করল দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। সুসজ্জিত এই স্টিম ইঞ্জিন ট্রেনটি দুপুর পৌনে ৩টেয় শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে যাবে রংটং পর্যন্ত। যে পথ যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। আবার জঙ্গল-চা বাগান ঘেরা পথেই রংটন থেকে ফিরে আসবে শিলিগুড়ি জংশনে। রিটার্ন এই সফর করতে ট্রেনটি মোট সময় নেবে ৩ ঘণ্টা ২০ মিনিট। শুধুমাত্র সুসজ্জিত কোচই নয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আধুনিক মানের চেয়ার থেকে জল-স্ন্যাকস, সবই থাকছে সফরসঙ্গী হিসেবে।
দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, জল-জঙ্গলে ঘেরা এই রিটার্ন সফরের অভিজ্ঞতা পেতে যাত্রীপিছু দিতে হবে ৯৭০ টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে এই পরিষেবা চালু হলেও সেবারে কিছুদিনের মধ্যেই করোনা মহামারীর প্রার্দুভাবের জেরে পর্যটকদের অভাব সহ বিভিন্ন কারণে বন্ধ করে দিতে হয়েছিল পরিষেবা। তবে সেবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জঙ্গল-চা বাগানের মধ্যে দিয়ে নতুন ধরণের সফরের পাশাপাশি কর্তৃপক্ষ বাড়তি নজর দিয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার দিকে। আপাতত একটিই স্টিম জঙ্গল টি সাফারি চালু করা হয়েছে। ১১৮ বছরের পুরনো স্টিম ইঞ্জিন যেটি।
একঝলকে স্টিম জঙ্গল টি সাফারি (Steam Jungle Tea Estate Safari)-
- শিলিগুড়ি জংশন থেকে রংটং-রিটার্ন সফর
- শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে দুপুর পৌনে ৩ টেয়
- স্টিম ইঞ্জিনটির মোট সফরের সময় ৩ ঘণ্টা ২০ মিনিট
- জঙ্গল-চা বাগানের মাঝ বরাবর সফর
- সুসজ্জিত ট্রেনের কামরা
- আধুনিক মানের চেয়ার
- সফরপথেই চা, জল, স্ন্যাকস
- যাত্রীপিছু ভাড়া ৯৭০ টাকা
আরও পড়ুন-
ট্যুরিস্ট-খরার মধ্যেই ক্যুইন অফ হিলসে উড়ল ধোঁয়া, মেঘ কেটে ছুটল টয় ট্রেন