Junior Doctor Protest: পুজোয় ভিড়ে যানজটের আশঙ্কা, 'মহামিছিলে'র অনুমতি দিল না পুলিশ
Junior Doctor Rally Update: একইসঙ্গে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞার কথাও মনে করাল পুলিশ।
কলকাতা: পঞ্চমীর বিকেলে জুনিয়র ডাক্তারদের (Junior Doctor Protest) ডাকা 'মহামিছিলে'র অনুমতি দিল না পুলিশ। পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে 'মহামিছিলে'র আবেদন খারিজ। একইসঙ্গে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞার কথাও মনে করাল পুলিশ।
'মহামিছিলে'র অনুমতি দিল না পুলিশ: আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে পঞ্চমীতে জোড়া কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজে শুরু হয়েছে ১২ ঘণ্টার প্রতীকী অনশন। রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন বিকেলে ফের 'মহামিছিলে'র ডাক দেওয়া হয়। বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের 'মহামিছিল'-এর ঘোষণা করা হয়। কিন্তু সেই মিছিলে অনুমতি দিল না পুলিশ। জুনিয়র ডাক্তারদের মহামিছিলের আবেদন খারিজ করে পুলিশের যুক্তি, 'মিছিলের কারণে মানুষের প্রবল সমস্যা হতে পারে। মিছিলের রুটে রয়েছে কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের মতো দুটি বড় পুজো। তীব্র যানজটের কারণে আইনশৃঙ্খলায় সমস্যা হতে পারে।' মিছিলের সিদ্ধান্তে অনড় থেকে পুলিশের সাহায্যে চেয়ে পাল্টা মেল করেছেন জুনিয়র ডাক্তাররা। ওই মেলে তাঁরা উল্লেখ করেছেন, 'মেডিক্যাল কলেজের গেট থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত হবে মিছিল।'
ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ২জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সব জুনিয়র ডাক্তারকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব। গতকাল তিনি বলেন, "এই অনুরোধটাই আমি করছি, তাঁদের কাজে যোগ দেওয়া উচিত। তাঁদের অধিকাংশই কাজে যোগ দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করছি, কাজে ফেরার জন্য। মানুষকে পরিষেবা দিন।''
এদিকে চৌকির পর এবার ধর্নামঞ্চে জলের গাড়ি আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ধর্নামঞ্চে আসার আগে জলের গাড়ির আটকানোর অভিযোগ তুললেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হল জুনিয়র ডাক্তারদের তরফে। দীর্ঘ বচসার পর জলের গাড়ি ছাড়ল পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja 2024: আড়ম্বরহীন আরাধনার সিদ্ধান্ত, আরজি কর কাণ্ডের আঁচ পারিবারিক পুজোতেও