Junior Doctors Protest: ১০ দফা দাবিতে অনড়, অনশনের ১৬ দিনে ধর্মতলায় মহাসমাবেশ
West Bengal News: শনিবারের দুপুরে ধর্মতলায় যখন ঘটনার ঘনঘটা, তখন উত্তর ২৪ পরগনার সোদপুর HB টাউন থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায়বিচার যাত্রা।
কলকাতা: ২১ কিমি দীর্ঘ ন্যায়বিচার যাত্রার পর আজ ধর্মতলায় মহাসমাবেশ জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest)। ১০ দফা দাবিতে অনড় থেকে অনশনের আজ ১৬ দিন। ভাঙছে শরীর কিন্তু অটুট মনের জোর। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মনোবল।
ধর্মতলায় মহাসমাবেশ: মাঝে ব্যবধান ১ মাস ৫ দিন। ধর্নার ৩৫ তম দিনে হঠাৎ স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চে এসেছিলেন মুখ্যমন্ত্রী। অনশনের ১৫ তম দিনে হঠাৎ ধর্মতলায় অনশনমঞ্চে এলেন মুখ্য ও স্বরাষ্ট্রসচিব। স্বাস্থ্যসচিবকে সরানো সম্ভব নয় জানিয়েও মুখ্যসচিবের মাধ্যমে, আন্দোলনকারীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের দুপুরে ধর্মতলায় যখন ঘটনার ঘনঘটা, তখন উত্তর ২৪ পরগনার সোদপুর HB টাউন থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায়বিচার যাত্রা। এদিন সোদপুরে ন্যায়বিচার যাত্রার সূচনা করেন, আর জি করে নিহত চিকিৎসকের বাবা-মা। জুনিয়র ডাক্তারদের ডাকে ন্যায়বিচার যাত্রার ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সোদপুর ট্রাফিক মোড়, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, ডানলপ মোড় হয়ে ধর্মতলার দিকে এগোয় ন্যায়বিচার যাত্রা । রবিবার ধর্মতলার অনশন মঞ্চে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া এদিন ডার্বির আগে ফের আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে সরব হন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত মানববন্ধন করেন তাঁরা। এবার রবিবার ধর্মতলায় মহাসমাবেশ জুনিয়র ডাক্তাররা। আগামীকাল সোমবার বিভিন্ন সরকারি হাসপাতাল এবং সরকারি অফিসে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিন আন্দোলনকারীরা বলেন, "এতদিন আন্দোলনের পর নতুন করে ১০ দফা দাবি নিয়ে বিস্তারিত বলার যৌক্তিকতা নেই। ১০ দফা দাবি সম্পর্কে জানাতেই আজ বিকেল ৪টেয় মহাসমাবেশের ডাক। মুখ্যসচিবের ইমেলের ভাষা নিয়ে আপত্তি রয়েছে। ১০ দফা দাবি সম্পর্কে মুখ্যসচিব আবার জানতে চেয়েছেন। যদিও আগে একাধিকবার মুখ্যসচিবকে ১০ দফা দাবি সম্পর্কে জানানো হয়েছে। মুখ্যসচিবকে আবার ১০ দফা দাবি সম্পর্কে জানানো হবে।''
অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাতে এবার ৭ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। শহিদ মিনার চত্বরে নিজেদের ধর্নামঞ্চেই অনশনে বসেছেন তাঁরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতীকী অনশন। রাজ্য সরকারি কর্মীদের দাবি, শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের সমস্ত দফতরেই থ্রেট কালচার রয়েছে। এই রোগ নির্মূল করতে ডাক্তারদের এই লড়াইয়ে তাঁরাও পাশে রয়েছেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: 'শর্ত' বেঁধে নবান্নে বৈঠকের ডাক, কী করবেন জুনিয়র ডাক্তাররা?