Junior Doctors Protest: রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Kolkata News: ডোরিনা ক্রসিংয়ে অবস্থান, দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন।
কলকাতা: এবার রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)। কর্মবিরতি তুললেও তীব্রতর আন্দোলনের ডাক। লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করলেন তাঁরা। দাবি পূরণ না হলে অনশনের হুঁশিয়ারি।
ডেডলাইন দিয়ে উঠল কর্মবিরতি: কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তররা। তবে তার সঙ্গে নির্দিষ্ট করলেন ডেডলাইনও। এদিন ধর্মতলা সাংবাদিক বৈঠক জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, " গতকাল জিবি করে ঠিক করেছি আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ডোরিনা ক্রসিংয়ে লাগাতার কর্মসূচি করব। ঘড়ি নিয়ে এসেছি। প্রতিটা মিনিট, প্রতিটা ঘণ্টার হিসাব হবে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে নিজেদের জীবন বাজি রাখব। আমরণ অনশনে যাব।''
শুক্রবার, SSKM হাসপাতালে জড়ো হয়ে, সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। কিন্তু, মিছিল ধর্মতলার কাছে পৌঁছনোর পরই অশান্তি বাধে। অভিযোগ, y চ্য়ানেলের কাছে এক জুনিয়র ডাক্তারকে হেনস্থা করে পুলিশ। জুনিয়র ডাক্তারদের দেওয়া ভিডিওতে দেখা যায়, টেনে হিঁচড়ে এক চিকিৎসক-পড়ুয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক পুলিশকর্মী। এরপরই পুলিশকে ঘিরে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা। ঘড়ির কাঁটায় ৬টা ৪০ বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। অফিস ফেরত টাইমে ধর্মতলার একাংশ কার্যত অবরুদ্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ এই পরিস্থিতির পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার সহ লাগাতার আন্দোলনের ঘোষণা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর, প্রায় আট ঘণ্টা বৈঠক করে, পূর্ণাঙ্গ কর্মবিরতির সিদ্ধান্ত নেন তাঁরা। পাশাপাশি, সামনে রাখেন ১০ দফা দাবি। যেখানে বলা হয়, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্য়ায়বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য়মন্ত্রককে নিতে হবে, এবং স্বাস্থ্য় সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্য়ের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থা চালু করতে হবে। হাসপাতালগুলোয় পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। প্রতিটি মেডিক্য়াল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে, তাদের শাস্তি দিতে হবে। রাজ্য়স্তরে তদন্ত কমিটি তৈরি করতে হবে। WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে, তার সাপেক্ষে দ্রুত তদন্তপ্রক্রিয়া শুরু করতে হবে। এরইমধ্য়ে, ফের কর্মবিরতি শুরু করার পর, জুনিয়র সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার রাতভর চলে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বৈঠক। এরপর, শুক্রবার SSKM থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছন আন্দোলনরত চিকিৎসকরা। সেখানেই সাংবাদিক বৈঠক করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।