Jyotipriya Mallik Removed: মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়! দায়িত্ব পেলেন কারা?
TMC on Jyotipriya Mallik: অন্তত সাড়ে তিন মাস আগে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারির সময় বনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
রুমা পাল, কলকাতা: অবশেষে মন্ত্রিত্ব থেকে সরানো হল রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দফতর পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে ভাগ করে দেওয়া হল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিত্ব থেকে অপসারিত জেলবন্দি জ্যোতিপ্রিয়, অনুমতি দিলেন রাজ্যপাল। বনমন্ত্রীর পদ থেকে জ্য়োতিপ্রিয় মল্লিককে সরিয়ে এখন বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। শিল্প পুনর্গঠন দফতর থেকেও সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই জায়গায় অতিরিক্ত দায়িত্বে পার্থ ভৌমিক।
এতদিন পরে কেন? তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, 'তাঁর উপরে অনেক গুরুদায়িত্ব ছিল। আমরা অপেক্ষা করছিলাম আইনগত দিক থেকে যদি বিষয়টি তিনি হ্যান্ডেল করতে পারেন।' তিনি জানান, মন্ত্রির মাধ্য়মে পরিষেবা দেওয়ার কাজ হয়, সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।
এর আগে শিক্ষা দুর্নীতিকাণ্ডে মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির হাতে। তার পরে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দলের পদ থেকেও সরিয়ে দিয়েছিল তৃণমূল।
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'এতদিন কেন সময় লাগল তার জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দিক। তাহলে কি তৃণমূল মেনে নিল যে জ্য়োতিপ্রিয় মল্লিক পাপ করেছে। গরিব মানুষদের খাদ্যসামগ্রী আত্মসাৎ করেছে?'
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, কেন সাড়ে তিন মাস সময় লাগল জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিপদ থেকে অপসারণ করতে।
আরও পড়ুন: জেলেই মৃত্যু চরম পুতিন-বিরোধী নাভালনির, কীভাবে মারা গেলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে