Summer 2024: ক্রমশ তীব্র হচ্ছে তাপপ্রবাহ, মঙ্গলবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুণ্ডাতে
Heat wave: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। তবে উত্তরবঙ্গর কিছু এলাকায় যথেষ্ঠ ঠাণ্ডা রয়েছে।
কলকাতা: দক্ষিণবঙ্গের সাতটি জেলায় আগেই তীব্র তাপপ্রবাহের (Heat wave) সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দফতর (IMD)। তাদের সেই পূর্বাভাস সত্যি করে কলাইকুণ্ডাতে (Kalaikunda) মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রেকর্ড পরিমাণ ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলাবার আবহাওয়া দফতর সূত্রে প্রকাশিত তথ্য মারফত জানা গছে , সাব হিমালিয়ান পশ্চিমবঙ্গের মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস আর যা অন্যদিনের তুলনায় ০৭.৬ শতাংশ বেশি। দার্জিলিঙে তাপমাত্রা ছিল ২২.৬, কোচবিহরে ৩৬.৬. জলপাইগুড়িতে ৩৫.৭, আলিপুরদুয়ারে ৩৫ শতাংশ, কালিম্পংয়ে ২৫ শতাংশ, বাগডোগরাতে ৩৭.২, বালুরঘাটে ৪১ শতাংশ।
কলকাতাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ শতাংশ, দমদমে ৪৩, উলুবেড়িয়া ৪৩, ডায়মন্ডহারবার ৪০, মেদিনীপুর ৩৭.৩, দিঘা ৩৭.৩, কৃষ্ণনগর ৪৪, বাঁকুড়া ৪৫.১, শ্রীনিকেন ৪৩.৬,বহরমুর ৪২ সল্টলেক ৪৩.৫, ক্যানিং ৪৩.৬,কন্টাই ৪১.৬, হলদিয়া, ৩৮.৫, মহগপরা ৪২স কলাইকুন্ডা ৪২.২, বর্ধমানব ৪৪, পানাগড়, ৪৫.৬, আসানসোল ৪৪.২, পুরুলিয়া ৪৩.২, ব্যারাকপুর ৪৪,৮, সিউডি ৪৪,৪, ঝাড়গ্রাম ৪৪.০, সাগরদ্বীপ ৩৫.৫ ও বসিরাহট৪১ শতাংশ।
সম্প্রতি আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয় দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। এর পাশাপাশি দাবদাহে জ্বলবে পশ্চিমবঙ্গের অন্য জেলায় তবে উত্তর বঙ্গের তিনটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে,কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরো চার/পাঁচ দিন তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এই আট জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
Kalaikunda in West Bengal recorded 47.2 degrees Celsius today, as per IMD. pic.twitter.com/pVXEli5A6r
— ANI (@ANI) April 30, 2024
আরও পড়ুন: ভোটের আগেই মুর্শিদাবাদে উদ্ধার একাধিক বোমা ও অস্ত্র