Kalatan Dasgupta: ভাইরাল অডিও-তে কার গলা ছিল ? মুক্তির পর এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন কলতান
Kalatan Dasgupta Reacts On RG Kar Viral Audio : অডিও-কাণ্ডে জামিনে মুক্তি হয় কলতান দাশগুপ্তর। মুক্তির পর এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন কলতান দাশগুপ্ত। কী বললেন সিপিএমের যুবনেতা ?
কলকাতা: ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কলতান। গতকালই ডিওয়াইএফআই নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। এদিন অডিও-কাণ্ডে জামিনে মুক্তি হয় সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তর। মুক্তির পর এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন কলতান দাশগুপ্ত।
সাংবাদিক: এতদিন বাদে আপনি বাইরে আসলেন, অনেকগুলি আন্দোলন হয়েছে, কী বলবেন ?
কলতান দাশগুপ্ত : রাস্তায় কী আন্দোলন হয়েছে, সেটা আমার কাছে অবধি পৌঁছয়নি। কিন্তু আমি জানি, যে কমরেডরা রাস্তায় রয়েছেন, যেকোনও আক্রমণের বিরুদ্ধে যেকোনও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে ঠিক রাস্তায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবেন। এই ভরসা আমাদের কমরেডদের উপর আছে।
সাংবাদিক: আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। যে একটা বড় ধরণের ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের সঙ্গে আপনি যুক্ত হয়ে রয়েছেন, পুলিশ এই ধরণের অভিযোগ করছে। এবং পরে সাংবাদিক সম্মেন করেও কিন্তু সেই অভিযোগ তোলা হয়েছে।
কলতান দাশগুপ্ত : সেটা তাঁরা বলতে পারবেন। তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন, তথ্য ইত্যাদি যা নেওয়ার, নিয়েছেন। তাঁরা বাকিটা বলতে পারবেন।
সাংবাদিক: পুলিশ বলেছেন, আপনি সহযোগিতা করেননি।
কলতান দাশগুপ্ত : না, আমি সহযোগিতা করেছি। যথেষ্ট।
সাংবাদিক: এই যে গলা (ভাইরাল অডিও), যেটা নিয়ে এত তোলপাড়,সেটা কি আপনার ছিল ?
কলতান দাশগুপ্ত : না, এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমি তো প্রথমেই বলেছি।
সাংবাদিক: কী হবে ? আগামীদিনে লড়াইয়ের পথ কী হবে ?
কলতান দাশগুপ্ত : আগামীদিনে রাস্তায় আমরা লড়াই করব। প্রশাসন তার মতো করে লড়বে। আমরা প্রশাসনের বিরুদ্ধে, স্বরাচারের বিরুদ্ধে যেরকম লড়াই করছিলাম, সেই রকম লড়াই করব।
আরও পড়ুন, ভাগীরথীতে জলস্তর বাড়তেই ফেরিঘাট বন্ধের নির্দেশ এই এলাকাগুলিতে, ফের কখন মিলবে পরিষেবা ?
ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত। অডিও-কাণ্ডে জামিন পেলেন সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত। গতকালই ডিওয়াইএফআই নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। কলতানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা পুলিশের।'মামলায় পুলিশের যে সতর্কতা নেওয়ার দরকার ছিল, পুলিশ তা করেনি', নির্দেশনামায় উল্লেখ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 'বর্তমান বা ভবিষ্যতে দায়ের হতে পারে, এমন কোনও মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ', নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।