East Bardhaman News: ভাগীরথীতে জলস্তর বাড়তেই ফেরিঘাট বন্ধের নির্দেশ এই এলাকাগুলিতে, ফের কখন মিলবে পরিষেবা ?
Katwa Ferry Service Closed: ভাগীরথীর জলস্তর আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায়, যাত্রী নিরাপত্তায় বন্ধ কাটোয়ার সমস্ত ফেরিঘাট..
রাণা দাস, পূর্ব বর্ধমান: ভাগীরথীর জলস্তর আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায় ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত কাটোয়ায়। তাই যাত্রী নিরাপত্তায় বন্ধ কাটোয়ার সমস্ত ফেরিঘাট। গতকাল রাত ১১ টা থেকে বন্ধ রয়েছে ঘাটগুলি।যাত্রী নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশে কাটোয়া, দাইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তপক্ষ।
প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে।ফের প্রশাসনের নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি চালু হবে না বলে খবর। হঠাৎ কাটোয়া ও দাইহাটের সব ফেরিঘাট বন্ধ হয়ে হওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা।অনেকেই গতকাল রাত থেকে অপেক্ষা করেছেন।কেউ রোগী নিয়ে নৌকা পার হতে না পেরে বিপাকে।অনেকেই বহু সময় অপেক্ষা করে গন্তব্যে পৌঁছেছেন ঘুরপথে। বল্লভ পাড়া ফেরিঘাট কর্তপক্ষ এই বিষয়ে জানিয়েছে, প্রশাসনের তরফে নোটিশ দিয়ে সমস্থ ফেরীঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত ঘাট চালু হবে না।
নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন। দুর্গাপুর ব্যারাজ লাগোয় বাঁকুড়ার গ্রামগুলিতে পরিদর্শনে গিয়ে DVC-কে আক্রমণ করেন মন্ত্রী মলয় ঘটক। প্রতিবার পুজোর মুখে DVC-র জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় মন্ত্রীর অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।অন্যদিকে, DVC মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে নতুন করে জল না ছাড়ায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হয়।
আরও পড়ুন, ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এবার চরমে পানীয় জলের সঙ্কট !
প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে পুরশুড়ায় যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, 'সাড়ে ৩ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। এত জল জীবনেও ছাড়েনি। ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।' এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বারবার বলে বলে ফেডাপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। ডিভিসি আরও ২ লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের ৭০ থেকে ৮০ শতাংশ ভরে, তখন তোমরা কেন ছাড়ো না ? নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপর ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে ?' প্রশ্ন তোলেন মমতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।