Kaligunj By Election: 'পুলিশ সব জানত, তাও আসেনি, আসলে আমার মেয়েটা এই বুকেই থাকত'...
Kaligunj By Poll: সন্তানহারা মা বলছেন, 'বারবার আমি বলেছি বোমা উদ্ধার করো। মোলান্ডি সাফ করো। পুলিশের হাতে-পায়ে ধরে বলেছি। একটাও বোমা উদ্ধার হয়নি।'

Kaligunj By Election: চার-চারটে সন্তানকে বাঁচাতে পারেননি। সেই আক্ষেপ থেকে সবসময় তামান্নাকে আগলে রাখতেন মা-বাবা। টানাটানির সংসার। অনেক কষ্টে ভর্তি করেছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে। মেয়ে স্বপ্ন দেখত ডাক্তার হবে। ভিতরে ভিতরে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য় প্রস্তুতিও নিচ্ছিলেন বাবা। কিন্তু রাজনৈতিক হিংসা কেড়ে নিল ফুলের মতো ফুটফুটে মেয়েটাকে। ৯ বছরের তামান্না খাতুন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শাসক দলের বিজয়োল্লাসের সময় ছোড়া বোমাতে নিহত একরত্তি।
এফআইআর- এ নাম ২৪ জনের, গ্রেফতার মাত্র ৫ জন, অথচ অভিযুক্তদের বাড়ি ঘটনাস্থলের আশপাশেই
নিহত তামান্নার মা বলছেন, 'আস্থা কী করে থাকবে? পুলিশ তো জানে মোলান্ডি গ্রামে ঝামেলা হবে। তবু পুলিশ কেন আসল না গণনার আগে? পুলিশ জানত ভোটের দিন বুথ দখল করে ভোট হবে। তার জন্য অনেক পুলিশ এসে স্কুলে থাকল। তাই ভোট দেওয়া হল। ছাপা ছাপা জামা পরা সেই পুলিশ ছিল বলেই সেদিন কিচ্ছু হয়নি। তারপরেও পুলিশ জানত, ঝনু বলেছিল যদি কিছু হয়, আমরা জিতে যাব, সিপিএমকে শুইয়ে দেব, এমন ঘটনা বলেছে, এগুলো পুলিশও জানে, মোলান্ডিতে ২২-২৩ সালেও ঝামেলা হয়েছিল। পুলিশ সব জানে, জানত। তাও পুলিশ সেদিন কেন আসেনি? এটা আমার সবার প্রথম অভিযোগ পুলিশের উপরে। পুলিশ যদি সকালে আসত তাহলে আজ আমার মা (পড়ুন মেয়ে) আমার এই বুকেই থাকত। আমরা মা বুক খালি করে দিত না। আমার মায়ের বুক ক্ষতবিক্ষত হয়ে যেত না। পুলিশের এত গাফিলতি কীসের?'
তামান্নার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে বোমা মারা হয়েছে। অথচ একটা বোমাও উদ্ধার হয়নি এখনও। সন্তানহারা মা বলছেন, 'বারবার আমি বলেছি বোমা উদ্ধার করো। মোলান্ডি সাফ করো। পুলিশের হাতে-পায়ে ধরে বলেছি। একটাও বোমা উদ্ধার হয়নি। এফআইআর- এ ২৪ জনের নাম, পুলিশ কী করেছে ৫ জনকে গ্রেফতার করেছে। আমার তামান্না চলে গেছে। আমার মেয়ে চলে গেছে। আমার শিশু শহিদ হয়েছে। বোমা মারা হয়েছে। আমি মেনে নিতে পারছি না। আর কোনও তামান্নাকে যেন না যেতে হয়। আর কোনও মায়ের বুক যেন খালি না হয়।' পুলিশের তদন্ত প্রসঙ্গে তামান্নার মা বলেছেন, 'ওরা মোলান্ডি সাফ করবে না। এখনও পর্যন্ত একটা বোমা তোলেনি। পুলিশ পারে না এমন কাজ আছে। আমরা সবাই জানি কেউ যা পারে না, পুলিশ পারে। ওদের ক্ষমতা আছে। যেখানেই থাকুক খুঁজে বের করার ক্ষমতা ওদের আছে। কিন্তু এখনও পর্যন্ত ওদের কিছু হয়নি।'






















