Kali Puja: জেলায় জেলায় বুর্জ খলিফা, আলোর কারসাজি দেখতে উপচে পড়া ভিড়
Kali Puja Burj Khalifa In Districts: কালীপুজোয় জেলায় জেলায় তৈরি হল বুর্জ খলিফা। সেই প্যান্ডেল দেখতেও উপচে পড়া ভিড়। উদ্বোধনের রাতেই জনসমাগম দেখে ফের বাড়ছে উদ্বেগ।
কমলকৃষ্ণ দে এবং রাজা চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি: লেকটাউনে সুজিত বসুর দুর্গাপুজোতে বুর্জ খলিফা প্যান্ডেল দেখতে লোকারণ্য পরিস্থিতির রেশ এখনও রয়েছে রাজ্যে। কালীপুজোয় জেলায় জেলায় তৈরি হল বুর্জ খলিফা। সেই প্যান্ডেল দেখতেও উপচে পড়া ভিড়। উদ্বোধনের রাতেই জনসমাগম দেখে ফের বাড়ছে উদ্বেগ।
শ্রীভূমির পর জলপাইগুড়িতে কালীপুজো উপলক্ষে তৈরি হয়েছে বুর্জ খলিফা। জলপাইগুড়ি গোমস্তা পাড়ার নবারুণ সংঘ ক্লাবের এবারের কালীপুজোর মূল আকর্ষণই বুর্জ খলিফা। উদ্বোধনের রাত থেকে ভিড়ের ঠেলায় চিন্তায় কপালে ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের। এবার এই ক্লাবের ৫৬ তম বর্ষ উদযাপিত হচ্ছে।
অন্যদিকে, কলকাতার পর এবার বর্ধমান শহরে কালীপুজায় বুর্জ খলিফা তৈরি হয়েছে। পাড়াপুকুরের রাসবিহারী এ্যাথলেটিক ইউনাইটেড ক্লাবের সপ্তম বর্ষে এবার তাদের থিমে রাখা হয়েছে এই ভাবনা। বুর্জ খলিফার আলোর কারসাজি দেখতে এই প্যান্ডেলেও উপচে পড়ছে ভিড়।
এদিকে, দুর্গাপুজোর (Durga Puja 2021) পর কালীপুজো (Kalipuja 2021 )। তবু করোনা (Covid-19) সংক্রমণের উদ্বেগ কাটছে না। আজও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯০০-এর কোটায়। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (Department Of health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৮ জন। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৬ হাজার ৩৩২ জন। এই সময়পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ১৪ জনের।