Kalyani Expressway: কমছে দূরত্ব, কল্যাণীর আরও কাছে কলকাতা; জোরকদমে চলছে রাস্তা তৈরির কাজ
Kolkata News: কয়েক জায়গায় কাজ থমকে আছে জমি-জটে। জমির মালিকদের অভিযোগ, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়েই জমি নেওয়ার চেষ্টা হচ্ছে।

রুমা পাল, কলকাতা: কল্যাণী এবার কলকাতার আরও কাছে। বিমানবন্দর থেকে কল্যাণী AIIMS-এ পৌঁছতে আর ২ ঘণ্টা নয়, লাগবে ৪৫ মিনিট। সেই লক্ষ্যে তৈরি হচ্ছে ফ্লাইওভার এবং সার্ভিস রোড।
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, সংক্ষেপে AIIMS। পূর্ব ভারতে হাতের কাছেই যার কল্যাণী ইউনিট। এক ছাদের তলায় আন্তর্জাতিক মানের চিকিৎসা। কিন্তু সমস্যা একটাই, দূরত্ব। কলকাতা থেকে কল্যাণী AIIMS-এর দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে ২ ঘণ্টা। সেই দূরত্ব কমিয়ে কল্যাণীকে কলকাতার কাছে আনতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে কল্যাণী AIIMS-এর দূরত্ব হবে ৪৬ কিলোমিটার। প্রশাসন সূত্রে দাবি, কাজ শেষ হলে কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী AIIMS পৌঁছে যাওয়া যাবে মাত্র ৪৫ মিনিটে। সেই লক্ষ্যে তৈরি হচ্ছে ফ্লাইওভার এবং সার্ভিস রোড। কাজ করছে ওয়েস্টবেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং পি ডব্লু ডি।
বেলঘরিয়ে এক্সপ্রেস ওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ের জোনপুর মোড় পর্যন্ত ৩৭ কিলোমিটারের মধ্যে সাড়ে ৩২ কিলোমিটারের কাজ শেষ। কয়েক জায়গায় কাজ থমকে আছে জমি-জটে। জমির মালিকদের অভিযোগ, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়েই জমি নেওয়ার চেষ্টা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। নিমতার বাসিন্দা অভিযোগকারী লেনিন চক্রবর্তী বলেন, "মামলা চলছে। ২০১৩ সালের নিয়ম মেনে জমি নেওয়া হয়নি। প্রাণনাশের হুমকি, বাড়ির দেওয়ার ভেঙে দেওয়া হুমকি হচ্ছে। ভ্যালুয়েশন ঠিক হয়নি, ভয় পাচ্ছি।'' আরেক অভিযোগকারী মিনতি চক্রবর্তী বলেন, "এখান থেকে উঠে যাওয়ার কথা বলছে। আমার ছেলে ঘরছাড়া। আতঙ্কে আছি।'' এখানে অভিযোগ উঠেছে, হুমকি দিচ্ছে শাসক দলের লোকজন। অভিযোগকারী শিখা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, "ভয় দেখানো হচ্ছে। ৩ বোনকে টাকা দিয়েছে। স্বেচ্ছায় জমি দেব না, শাসক দলের লোক হুমকি দিচ্ছে। বিধানের লোক হুমকি দিচ্ছে।''
প্রশাসন সূত্রে খবর, নিয়ম মেনেই সরকার জমি নিয়েছে। কারও ওপর কোনও জোর জবরদস্তি করা হবে না। আলাপ আলোচনা করেই জমি নেওয়া হবে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, "ভাল সম্পর্ক, জোরজুলুমের কোনও ব্যাপার নেই। পুনর্বাসন দিয়েছি, অন্যদের। এক সময় সিপিএম অধিগ্রহণ করেছিল। আলোচনা করেই নেওয়া হবে। ''
আরও পড়ুন:





















