Kalyani Expressway Trolley: 'ট্রলি ব্যাগে পুরে পোশাক পাল্টে কাপড়ও বিক্রি' কীভাবে মর্মান্তিক পরিণতি মুক্তারামবাবু স্ট্রিটের ব্যবসায়ীর?
Kolkata News: দেহ ট্রলি ব্যাগে পুরে খালে ফেলে দেওয়ার পরিকল্পনা করে দুই অভিযুক্ত কৃষ্ণরাম ও করণ সিং। কিন্তু অ্য়াপ ক্যাব চালক রাহুল অধিকারীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায়।

কলকাতা: কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলার কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হল। টেপ দিয়ে বাঁধা ছিল মুখ-হাত-পা। রাজস্থানের পালির বাসিন্দা মৃত ভাগারাম সিং পেশায় ছিলেন ব্যবসায়ী। দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারামবাবু বাবু স্ট্রিট থেকে কৃষ্ণরাম সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার। এর আগে এই মামলায় করণ সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কীভাবে খুন করা হল রাজস্থান থেকে আসা ব্যবসায়ীকে?
মুক্তারামবাবু স্ট্রিটে কাপড়ের গুদামেই খুন করা হয় রাজস্থান থেকে আসা ব্যবসায়ী ভাগারাম সিং-কে। দেহ ট্রলি ব্যাগে পুরে খালে ফেলে দেওয়ার পরিকল্পনা করে দুই অভিযুক্ত কৃষ্ণরাম ও করণ সিং। কিন্তু অ্য়াপ ক্যাব চালক রাহুল অধিকারীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। পুলিশ সূত্রে খবর, ছুরি দিয়ে গলার নলি কাটার পর মৃত্যু নিশ্চিত করতে নাইলনের দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করা হয়। এরপর দেহ ট্রলি ব্যাগে পুরে গুদামের মধ্যে রেখে পোশাক পাল্টে কাপড়ও বিক্রি করেছে দুই অভিযুক্ত। এরপর দেহ লোপাটের জন্য সন্ধেয় ট্রলি ব্যাগ নিয়ে হলুদ ট্যাক্সিতে চড়ে মুক্তারামবাবু স্ট্রিট থেকে দুই অভিযুক্ত নাগেরবাজারে আসে। সেখান থেকে অ্যাপ ক্যাবে করে পৌঁছয় ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খেপলির বিলে। লোকেশন দেখে সন্দেহ হয় ক্যাব চালকের। ১০০ ডায়ালে ফোন করে তিনি একজনকে ধরেও ফেলেন। পুলিশের টহলদারি ভ্যান এলাকায় পৌঁছে করণ সিং-কে গ্রেফতার করে। পালিয়ে যায় কৃষ্ণরাম। পরে তাকেও মুক্তারামবাবু স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়।
এদিকে প্রশ্ন উঠছে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঘোলায় ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় ধৃত বিজনেস পার্টনাররা? ৮ লক্ষ নয়, ১২ লক্ষ টাকা নিয়ে বিবাদ বলে জানা যাচ্ছে। একদিকে, ধৃতরা দাবি করেছে, তারা বাঘারামের কাছ থেকে ৮ লক্ষ টাকা পেত। অন্যদিকে, বাঘারামের এক পরিচিতর দাবি, উল্টে কৃশপাল আর করণই গণপত নামে এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ টাকা ধার নেয়। সেই টাকাই আদায় করতে যান বাঘারাম। টাকা দেবে না বলেই পরিকল্পনা মাফিক খুন করা হয় ওই ব্যবসায়ীকে।
আরও পড়ুন: North 24 Parganas News: "দখল একদম হতে দেব না'' অমরাবতী মাঠ বাঁচাতে রুখে দাঁড়ালেন স্থানীয়রা






















