Kanchanjungha Express Accident : যত দ্রুত সম্ভব রেল দুর্ঘটনা স্থলে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী, আসছেন রেলমন্ত্রীও
Mamata Banerjee :
আশাবুল হোসেন, কলকাতা : একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হন ৬০ জন। সকালেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনাস্থলে যত তাড়তাড়ি সম্ভব পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেও। অন্যদিকে, ঘটনাস্থলে এসে পৌঁছন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দিল্লি থেকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রস্তুত রওনা দেওয়ার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী, তাঁর নিরাপত্তায় দায়িত্বে থাকা মানুষরা ও সংশ্লিষ্ট আধিকারিকদের একসঙ্গে যেতে যে কয়টি বিমানের টিকিটের প্রয়োজন , তা একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তাই তাঁকে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু তিনি অত্যন্তই উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী সকালে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে আমি বাকরুদ্ধ। বিশদ তথ্যের অপেক্ষায় আছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের ধাক্কা খেয়েছে বলে জানা গিয়েছে। ডিএম, এসপি, চিকিৎসক দল, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
রেল পরিষেবায় প্রভাব
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। আরও বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।
কোথায় কবচ?
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বালেশ্বরের বাহানাগাবাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মেরেছিল মালগাড়ির পিছনে। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। কোথায় কবচ? কীভাবে একই লাইনে চলে এল মালগাড়ি? সামনে ট্রেন থাকা সত্ত্বেও কেন ব্রেক কষলেন না মালগাড়ির চালক? নাকি ব্রেক কষলেও, ট্রেন থামাতে পারেননি তিনি?
আরও পড়ুন :
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফেরাল গাইসাল, বালাসোরের ভয়াবহ স্মৃতি, এখনও দগদগে অতীত