Kalimpong News: পাহাড়ের গায়ে সোনা রোদের আদর, আজ কালিম্পং থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার
Kangchenjunga Update: আজ কালিম্পং থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে
উমেশ তামাং, কালিম্পং: আজ কালিম্পং থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার ! পুজোর আগে টানা আকাশের মুখ ভার ছিল। থেকে থেকে হচ্ছিল বৃষ্টি। টাইগার হিল থেকেও সেভাবে দেখা মিলছিল না। অক্টোবর পেরিয়ে নভেম্বরে ফুরফুরে মেজাজ আবহাওয়ার। সাদা মেঘের ভেলায় কালিম্পংয়ে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে এই মুহূর্তে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সুখবর, শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। এছাড়া আরও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।
আরও পড়ুন, ডানা ঝাপটানোর অপেক্ষায় উত্তুরে হাওয়া ! নামতে পারে তাপমাত্রা ? শীতের আমেজ কবে থেকে ? এল জরুরি আপডেট
সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।