Kashmir Attack: 'পাকিস্তানে সুস্থ অবস্থায় আছেন হুগলির বাসিন্দা পিকে, BSF জওয়ানকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী', জরুরি বার্তা কল্যাণের
Kalyan On Kashmir Attack BSF PK Sahu পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, হুগলির ওই বাসিন্দাকে কী অবস্থায় রেখেছে পাকিস্তান ? BSF-র ডিজির সঙ্গে কথা বলে জরুরি বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের...

কলকাতা: পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। পিকে সাউকে ফিরিয়ে আনতে এবার বিএসএফের ডিজির সঙ্গে কথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ-সহ সরকারের সমস্ত এজেন্সি তাকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে, জানিয়েছেন ডিজি। এক্সপোস্ট করে জানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।কাল পঠানকোট যাচ্ছেন বিএসএফ জওয়ানের স্ত্রী।
'পিকের ফিরে আসাকে নিশ্চিত করতে সবরকমের চেষ্টা চলছে দেশ। বিএসএফ দ্রুত পিকে সাউকে ফেরত পাবে আশ্বাস দিয়েছে বিএসএফের ডিজি। পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে, পিকেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বর্তমানে পিকে পাকিস্তানে সুস্থ অবস্থায় আছেন', বিএসএফের ডিজির সঙ্গে কথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের হাতে আটক হুগলির বিষড়ার বাসিন্দা পিকে সাউ। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান।
কাশ্মীর নিয়ে সংঘাতের মধ্য়েই, পাকিস্তানের হাতে আটক হলেন বাঙালি BSF জওয়ান। পাঞ্জাব বর্ডারে টহল দেওয়ার সময়, ভুল করে সীমান্ত পেরোতেই, হুগলির বাসিন্দা পুণমকুমার সাউকে আটক করে পাক রেঞ্জার্স। দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। দফায় দফায় চলছে ফ্ল্য়াগ মিটিং। পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা। যার প্রেক্ষিতে ভারতজুড়ে জোরাল হচ্ছে প্রত্য়াঘাতের দাবি। কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মোদি সরকার।এই আবহেই পাক সেনাবাহিনীর হাতে আটক হলেন এক বাঙালি BSF জওয়ান। হুগলির রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পুনমকুমার সাউ।পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। সূত্রের খবর, ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সরা। আটক বাঙালি BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, রাতে খবর পেলাম পাকিস্তান গ্রেফতার করেছে। ওঁর কোনও সহকর্মী ছিল,সুরক্ষিত অবস্থায় যেন ফেরানো হয়। সরকারের কাছে এটাই প্রার্থনা।
বাঙালি BSF জওয়ানের এই চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। আর এই ছবি দেখার পর থেকে ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার।এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ৬ বছর আগের অভিনন্দন বর্তমানের কথা। বিমান ভেঙে পাকিস্তানের হাতে পড়ে আটক হন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্য়াপ্টেন।তারপর প্রবল চাপের মুখে নতি স্বীকার করে তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্তান। অভিনন্দনের মতো ফিরে আসুক পুনমও, প্রার্থনা করছে পরিবার। আটক বাঙালি BSF জওয়ানের বাবা ভোলানাথ সাউ বলেন, আমার ছেলে সুরক্ষিতভাবে দেশে ফিরুক।ভারত সরকারের কাছে আবেদন করব আমার ছেলেকে ভালভাবে ফিরিয়ে আনুক। ১৭ বছর ধরে সীমান্তরক্ষার কাজ করছেন পুণম।
শেষবার দোলের সময় বাড়ি এসেছিলেন। বাড়িতে বৃদ্ধ মা-বাবা,স্ত্রী, ক্লাস থ্রিতে পড়া ছেলে। কী বলল, কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হয়েছে? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, পাক রেঞ্জার্সের হাতে আটক বাঙালি BSF জওয়ানের স্ত্রী বলেন, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। এরকম এরকম হয়েছে। পরিস্থিতি ঠিক নেই। এগুলোই কথা হয়েছিল। আমি কী করে জানব, কালকে আমার বরের সঙ্গে এমন হয়ে যাবে? বৃহস্পতিবার পুনমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল ও বিজেপির নেতারা। পুনমের স্ত্রীকে ফোনে আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, পাঠানকোট থেকে ওঁকে নিয়ে গেছে পাকিস্তান। আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেছি। আপনি চিন্তা করবেন না।বিজেপি নেতা প্রণয় রায় বলেন, BSF জওয়ানকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত।





















