Suvendu Adhikari: 'বড় ব্যাপার! এঁদের দেখলে প্রিন্সিপালরা থরথর করে কাঁপে,' কাদের প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী?
Kasba News: কসবাকাণ্ডের পর কলেজে কলেজে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। এই পরিস্থিতিতে, ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কসবাকাণ্ডে তুঙ্গে সংঘাত। ৫০ জনের ছবি প্রকাশ করে কলেজে কলেজে ভাইপো গ্যাংয়ের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সংশ্লিষ্টরাই কলেজকে নিয়ন্ত্রণ করে।
কোথাও ক্য়াম্পাসের মধ্য়েই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কোথাও বহু বছর আগে পাস আউট হওয়া প্রাক্তন TMCP নেতার মৌরসিপাট্টা। কসবাকাণ্ডের পর কলেজে কলেজে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। এই পরিস্থিতিতে, ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, "কলেজকে কন্ট্রোল করে। গভর্নিং বডিকে কন্ট্রোল করে। কলেজে যে উন্নয়নমূলক কাজ হয়, তার টেন্ডারকে কন্ট্রোল করে। কলেজের ভর্তি কন্ট্রোল করে। সেখান থেকে টাকা তোলে। স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে সেই ফান্ডটা এরা কন্ট্রোল করে। ছাত্র সংসদের কার্যালয় রাত অব্দি খোলা থাকে। শনি-রবি, ছুটির দিনও খোলা থাকে। সেখানে মদ খাওয়া হয়। গাঁজা খাওয়া হয়। এঁদের প্রথমে ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়। ২৮০ দিন কাজ করিয়ে জিবিকে দিয়ে রেগুলারাইজ করিয়ে দেয়। আমি ৫০টা ছবি দিয়েছে এক হাজার আছে। এরা অনেক বেশি নিরাপদে রয়েছে। অনেকের নিরাপত্তারক্ষী আছে। চুলে ছাঁট আছে, কানে দুল আছে, হাতে সোনার মাকড়ি আছে, দুটো আইফোন আছে। বড় ব্যাপার এঁদের। এঁদের দেখলে প্রিন্সিপালরা থরথর করে কাঁপে। লোকাল আইসি, ওসি স্যার স্যার করে। শান্তনু-কুন্তলরা ৫০০ কোটির মালিক হয়! ৩০-২৮ বছরের ছেলে। কোনও কোনও শিল্পপতি ৭০ বছরেও করতে পারে না। এই শান্তনু-কুন্তল মডেল সর্বত্র। সিস্টেমটাই তো গন্ডগোলের। সব ফাঁক তো বামেরা রেখে গেছে। তাঁদের লোকদের ঢুকিয়েছে। এখন সেই ফাঁক দিয়ে তৃণমূল ঢুকছে।''
কসবা গণধর্ষণকাণ্ডের আবহেই গড়িয়াহাট আইটিআই হাওড়ার কলেজ কিংবা সোনারপুরের কলেজ থেকে নতুন-পুরনো বিভিন্ন ছবি ও নানা ধরণের যে অভিযোগ উঠে আসছে, তা ঘিরে তোলপাড় চলছে। কোথাও কলেজের ইউনিয়ন রুমে মেয়েকে দিয়ে মাথা টেপানোর ছবি ভাইরাল হচ্ছে। তো কোথাও আবার প্রাক্তন টিমএসিপি নেতার কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সোনারপুর কলেজের ভাইরাল ভিডিও ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত টিএমসিপি নেতা। কসবাকাণ্ডের ১১ দিন পর সোমবার সাউথ ক্যালকাটা ল'কলেজের দরজা খুলেছে। মঙ্গলবার থেকে আইন কলেজে স্নাতোকোত্তরের পঠনপাঠন শুরুর কথা ছিল। কিন্তু কোনও পড়ুয়াই এলেন না! প্রজেক্ট জমা দেওয়ার জন্য শুধুমাত্র দ্বিতীয় বর্ষের পড়ুয়াদেরকেই কলেজে দেখা গেল।























