Khidirpur Accident : একই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় যুব তৃণমূল নেতার, খিদিরপুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
Accident : রাস্তায় বিশাল বিশাল গর্ত। তাতে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। বোঝা যাচ্ছিল না গর্ত কতটা গভীর
অরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিত্ বৈদ্য, খিদিরপুর : খিদিরপুরের (Khidirpur) কাঁটাপুকুর রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল (TMC) কাউন্সিলরের ছেলের। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বছর খানেক আগে ওই রাস্তাতেই দুর্ঘটনায় প্রাণ হারান এক যুব তৃণমূল নেতা। অভিযোগ, পোর্ট ট্রাস্টের তরফে রাস্তা মেরামত না হওয়াতেই বারবার দুর্ঘটনা ঘটছে। কী কারণে দুর্ঘটনা, জানতে তদন্ত কমিটি গঠন করেছে পোর্ট ট্রাস্ট।
রাস্তায় বিশাল বিশাল গর্ত। তাতে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। বোঝা যাচ্ছিল না গর্ত কতটা গভীর। তার ওপর রাস্তায় পর্যাপ্ত আলো নেই।
দুই ধারে গাড়ি পার্ক করে রাখায় রাস্তা অপরিসর। শনিবার রাতে খিদিরপুরের এই রাস্তাতেই ভয়ানক দুর্ঘটনায় প্রাণ হারান স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে।
১৪ মাস আগেও দুর্ঘটনা-
এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১৪ মাস আগের আরেকটি ঘটনাকে। ২০২১-এর ২৬শে জুন। খিদিরপুরের এই একই রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয়, ৭৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা বিজয় রায়ের। পরিবার সূত্রে খবর, রাতে কাজ সেরে, মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন বছর ৩১-এর ওই যুবক। খানাখন্দে ভরা রাস্তায়, একটি ডাম্পারের মুখোমুখি পড়ে যান যুবক। তাঁকে পিষে দেয় ডাম্পারটি। ঘটনাস্থলে প্রাণ হারান যুব তৃণমূল নেতা বিজয় রায়। এনিয়ে আফশোস প্রকাশ করে মৃতের মা বলেছেন, যদি আলো থাকত, এভাবে মৃত্যু হত না।
আরও পড়ুন ; খানাখন্দে ভরা রাস্তা, নেই পর্যাপ্ত আলো! খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় কাউন্সিলর-পুত্রের মৃত্যুতে নয়া তরজা
৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী বাবলু করিম বলেন, আমাদের যুব নেতাকে হারিয়েছি আগে। রাস্তা মেরামতির কথা বারবার বলি।
খিদিরপুরের শুধু এই কাঁটাপুকুর থেকে বাবুবাজার রোডই নয়, আশপাশের রাস্তারও একই হাল। রাস্তায় সাক্ষাৎ মৃত্যুফাঁদ। শনিবার রাতের দুর্ঘটনার পর, রবিবার সকালে, রাবিশ ফেলে রাস্তার গর্ত ভরাট করার কাজ শুরু হয়। রাস্তা খারাপের জন্যই এই দুর্ঘটনা, বলছেন স্থানীয়রা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তার জন্যই তো হয়েছে। খারাপ থাকলে ওভারলোড গাড়ি ঢোকে। প্লাস্টিকের বস্তা স্লিপ করে... পাশের গাড়িটা আস্তে করে পড়ে যায়.। সবাই মিলে আমরা চেষ্টা করলাম বের করতে। সব শেষ।
রাস্তাটি পোর্ট ট্রাস্টের। সূত্রের খবর, ২০১৮ সালে শেষবার রাস্তা সংস্কার করা হয়। স্থানীয়দের দাবি, গত দু-তিন বছর ধরে রাস্তার এই ভয়ঙ্কর চেহারা বর্ষায় তা মারাত্মক হয় ওঠে। খিদিরপুরের বাসিন্দা বলেন, বছর দেড়েক আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকদিনের সমস্যা।
কীভাবে হল এই দুর্ঘটনা ? কেন হল ? এর জন্য কি রাস্তাই দায়ী ? জানতে তদন্ত কমিটি গঠন করেছেন পোর্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান।