KMC On Dengue: ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা, ৬৮টি ওয়ার্ডকে 'বিপজ্জনক' চিহ্নিত কলকাতা পুরসভার !
KMC On Dengue Health Update: ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা কলকাতা পুরসভার

কলকাতা: ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা কলকাতা পুরসভার। ৬৮টি ওয়ার্ডকে বিপজ্জনক চিহ্নিত কলকাতা পুরসভার। ২৬ মার্চ জরুরি ভিত্তিতে বরো ভিত্তিক প্রশাসনিক বৈঠক শুরু। জুন মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোর, জানালেন অতীন ঘোষ।
ডেঙ্গির নতুন উপসর্গের পোশাকি নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্য়ামেটরি সিনড্রোম। চিকিৎসকদের দাবি, অনেকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর ফুসফুসে প্রভাব পড়ছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। শরীরে কমছে অক্সিজেনের মাত্রা, যার প্রভাব পড়ছে হৃদযন্ত্রে, কমছে রক্তচাপ, মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের উপসর্গ। এর সঙ্গেই দেখা যাচ্ছে তলপেটে ব্য়থা, বমি, ডায়েরিয়া, দুর্বলতা।
কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে, উপসর্গ কী ? শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জন ঘোষ বলেছেন, 'এখন জ্বর যেগুলি আসছে, আমাদের প্রথমে ডেঙ্গি আছে কিনা, দেখে নিতে হবে। অন্যান্য বছরের তুলনায় কম হলেও, হচ্ছে কিছুটা। সতর্কবার্তা এটাই, জ্বর হলে কিন্তু রক্ত পরীক্ষা করে অবশ্যই দেখতে হবে। ডেঙ্গি এবং ম্যালেরিয়াটা রুটিন পরীক্ষা অনুযায়ী করতে হবে।' কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ? চিকিৎসক বলেছেন, কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ?এর বিপদজ্জনক উপসর্গগুলি জানা উচিত। ঘটনাটা কী হয়, ডেঙ্গিতে ? শিরার মধ্যে থেকে জল বাইরে চলে আসে। তাই আমাদের প্রচুর পরিমাণে জল ও ORS খেতে হবে।
আরও পড়ুন, 'রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল' ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? 'অভিষেক আইকন..'
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষার জমা জলেই ডেঙ্গি মশার প্রকোপ বাড়ে। এই জমা জলেই ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার লার্ভা জন্মায়। তাই ডেঙ্গি মহামারি রুখতে গত বছর অগাস্টে বিধাননগর পুরসভার উদ্যোগে গাপ্পি মাছ ছাড়া হয়েছিল কেষ্টপুর খালে। পুরসভার এই উদ্যোগ সম্পর্কে কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছিলেন, স্বাস্থ্য কর্মীরা পুরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে গিয়ে খতিয়ে দেখেন, যে কোথাও কেউ জল জমিয়ে রেখেছেন কিনা। ফুলের টব থেকে শুরু করে কোনও পাত্র জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছিল গতবার। পাশাপাশি মানুষকেও সচেতন করা হয় প্রতিবার। যাতে কেউ বাড়িতে জল জমিয়ে না রাখেন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
