এক্সপ্লোর

TMC Wins KMC Election: ১১৪ থেকে ১৩৪, পুরভোটে নিজেকেই ছাপিয়ে গেল তৃণমূল

TMC Wins KMC Election: ২০১৫ সালের পুরভোটে ১১৪টি ওয়ার্ডে বিজয়ী হয়েছিল তৃণমূল। এ বার একধাক্কায় তা বেড়ে ১৩৪ হয়ে গিয়েছে। মাত্র ১০টি আসন যা-ও বা হাতছাড়া হয়েছে, দলের কোনও হেভিওয়েট নেতাই পরাজিত হননি।

কলকাতা: ভোটের দিন ক্ষণ নিয়ে টালবাহানা চললেও, মঞ্চ তৈরিই ছিল তৃণমূলের (TMC)। তৃতীয় বার বিধানসভায় ক্ষমতায় ফেরার পর পুরভোটে কোনও কিছুই তাঁদের দমাতে পারবে না বলে আত্মবিশ্বাসী ছিলেন শীর্ষ নেতৃত্ব। পুরভোটে বিক্ষিপ্ত হিংসায় অস্বস্তিতে পড়তে হলেও, শহর কলকাতা (TMC Wins KMC) জুড়ে বুকে সবুজ ঝড়ের দাপটে ফের হাসি ফুটল তৃণমূল নেতৃত্বের মুখে।  কারণ মোট ভোটের ৯০ শতাংশেরও বেশি ভোট তাঁদের ঝুলিতেই ঢুকেছে।

শুধু জয়লাভই নয়, বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরভোটেও নিজেকেই ছাপিয়ে গিয়েছে তৃণমূল। এর আগে, ২০১৫ সালের পুরভোটে ১১৪টি ওয়ার্ডে বিজয়ী হয়েছিল তারা। এ বার একধাক্কায় তা বেড়ে ১৩৪ হয়ে গিয়েছে। মাত্র ১০টি আসন যা-ও বা হাতছাড়া হয়েছে, দলের কোনও হেভিওয়েট নেতাই পরাজিত হননি। একই সঙ্গে বিজেপি-কেও ৭ থেকে ৩-এ নামিয়ে আনতে পেরেছে তারা।

এ বারের যে ১০টি ওয়ার্ডে তৃণমূল জেতেনি, তার ৩টি গিয়েছে বিজেপি-র দখলে। ২টি করে ওয়ার্ডের দখল পেয়েছে বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে। তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ বৃহস্পতিবার পুরবোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়, তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড সংখ্যা আরও বাড়তে পারে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর এ যাবৎ যত ভোট হয়েছে তৃণমূলের আমলে, সবেতেই শাসকদলের বিরুদ্ধে হিংসায় মদত জোগানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে উল্লেখযোগ্য। তৃণমূলের আমলে নির্বাচনী হিংসার (Poll Violence) উদাহরণ দিতে গিয়ে তাই বারংবার ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন বিরোধী শিবিরের নেতারা।

আরও পড়ুন: KMC Election Result 2021: 'মানুষের দাস হয়ে থাকব', জয়ের পর বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ

এ বারেও হিংসার আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছিল শুরু থেকেই। সেই আবহেই দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুরভোটে যাতে পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি না হয়, তা নিয়ে সকলকে অভিষেক হুঁশিয়ারি দেন বলে জানা যায় দলীয় সূত্রে।

কিন্তু অভিষেকের হুঁশিয়ারি সত্ত্বেও হিংসা এড়ানো যায়নি। রবিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় অশান্তি এবং হিংসার অভিযোগ সামনে আসতে শুরু করে। কোথাও বুথে বিরোধীদের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে, কোথাও আবার ঠোটের কোণে রক্ত নিয়েই সংবাদমাধ্যমে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় বিরোধী প্রার্থীকে। বিরোধী প্রার্থীর গাডি়তে ভাঙচুর চালানো, নাটিতে ফেলে মারধরের অভিযোগও সামনে আসে। গুলি চালানোর খবরও মেলে।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, স্বয়ং অভিষেককে বিবৃতি দিতে হয়। অভিযোগ প্রমাণ হলে কাউকে রেয়াত করা হবে মা, কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দেন তিনি। তাতে দলের অস্বস্তি কার্যতই বাড়ে। তবে তার কিছু ক্ষণ পর ভোট দিতে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হিংসার অভিযোগই খারিজ করে দেন। সেই নিয়ে গত দু’দিন ধরে কম কাটাছেঁড়া হয়নি।

তাই এ দিন জয়ী হওয়ার পর সাবধানী শোনায় দলীয় নেতৃত্বকে। গুয়াহাটি থেকে মমতা বলেন, “এ বার আরও ভাল কাজ করতে হবে।” এ দিকে শহরে জয় উদযাপন করতে নেমে বিজয়ী প্রার্থীদের সতর্ক করতে দেখা যায় ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। তিনি বলেন, “মানুষ বিশ্বাস করে বড় দায়িত্ব তুলে দিয়েছেন কাঁধে। সেই বিশ্বাসের মান রাখতেই বিজয়ী প্রার্থীদের আরও বিনয়ী হতে হবে। প্রয়োজনে যেন তাঁদের পাশে পান মানুষ।”

তবে তৃণমূলের এই জয় নিয়ে অনেক প্রশ্নও থেকে যাচ্ছে। বিরোধীদের প্রশ্ন, জন জমর্থন রয়েছে বলেই কি একতরফা ভোট করানো যায়? দিনভর হিংসার অভিযোগ উঠে আসা সত্ত্বেও কেন চোখ বন্ধ করে থাকল নির্বাচন কমিশন? এমনকি বিজেপি-র ভোট কেটে বাম-কংগ্রেসের ভোট বাড়ার পিছনেও তৃণমূলে হাত দেখছে তারা। ফিরহাদ নিজেই জানিয়েছেন, বিজেপি-র চেয়ে বিরোধী হিসেবে বামেরা অনেক ভাল। তাতেই বাংলার রাজনীতি একদলীয় হয়ে ওঠার দিকে এগোচ্ছে কি না, এমন আশঙ্কাও দেখা দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Gold Price : আজ কিনলে লাভবান হবেন ? জেনে নিন রাজ্যে কত চলছে সোনার দাম
আজ কিনলে লাভবান হবেন ? জেনে নিন রাজ্যে কত চলছে সোনার দাম
BSNL Recharge Plan: ৫০০০ জিবি ডেটা, ২০০ এমবিপিএস গতি, বিএসএনএল নিয়ে এসেছে দারুণ অফার
৫০০০ জিবি ডেটা, ২০০ এমবিপিএস গতি, বিএসএনএল নিয়ে এসেছে দারুণ অফার
SBI Charges : স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে খরচ বাড়ল, ১৫ ফেব্রুয়ারি থেকে আরও ব্যয়বহুল এই পরিষেবা
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে খরচ বাড়ল, ১৫ ফেব্রুয়ারি থেকে আরও ব্যয়বহুল এই পরিষেবা
Stock To Watch : রিলায়েন্স, উইপ্রো ছাড়াও এই ১০ স্টকে আজ অবশ্যই নজর রাখুন, না হলে লোকসান ! 
রিলায়েন্স, উইপ্রো ছাড়াও এই ১০ স্টকে আজ অবশ্যই নজর রাখুন, না হলে লোকসান ! 

ভিডিও

Madhyamik 2026: বিশ্লেষণমূলক প্রশ্নে কীভাবে বাড়বে নম্বর ? মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট টিপস
Ghanta Khanek Sange Suman (১৫.০১.২০২৬) পর্ব ২ : অরাজকতার আগুন চাকুলিয়ার BDO অফিসে । ব্যাপক ভাঙচুর, গাড়িতে আগুন, আক্রান্ত পুলিশও
Ghanta Khanek Sange Suman (১৫.০১.২০২৬) পর্ব ১ : I-PAC মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা তৃণমূলের | ABP Ananda LIVE
Pedicon : 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিকস'-এর উদ্যোগে আয়োজিত হল 'পেডিকন ২০২৬'
JEE Main : ২৩ জানুয়ারি রাজ্যে JEE মেন পরীক্ষা,চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : আজ কিনলে লাভবান হবেন ? জেনে নিন রাজ্যে কত চলছে সোনার দাম
আজ কিনলে লাভবান হবেন ? জেনে নিন রাজ্যে কত চলছে সোনার দাম
BSNL Recharge Plan: ৫০০০ জিবি ডেটা, ২০০ এমবিপিএস গতি, বিএসএনএল নিয়ে এসেছে দারুণ অফার
৫০০০ জিবি ডেটা, ২০০ এমবিপিএস গতি, বিএসএনএল নিয়ে এসেছে দারুণ অফার
SBI Charges : স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে খরচ বাড়ল, ১৫ ফেব্রুয়ারি থেকে আরও ব্যয়বহুল এই পরিষেবা
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে খরচ বাড়ল, ১৫ ফেব্রুয়ারি থেকে আরও ব্যয়বহুল এই পরিষেবা
Stock To Watch : রিলায়েন্স, উইপ্রো ছাড়াও এই ১০ স্টকে আজ অবশ্যই নজর রাখুন, না হলে লোকসান ! 
রিলায়েন্স, উইপ্রো ছাড়াও এই ১০ স্টকে আজ অবশ্যই নজর রাখুন, না হলে লোকসান ! 
Best Stocks To Buy : আজ লাভ দিতে পারে এই ৫ স্টক, আপনি জানেন এদের বিষয়ে, বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
আজ লাভ দিতে পারে এই ৫ স্টক, আপনি জানেন এদের বিষয়ে, বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
Euthanasia Plea: মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
মৃতপ্রায় অবস্থায় ১৩ বছর, ছেলেকে মুক্তি দিতে চান মা-বাবা, নিষ্কৃতিমৃত্যুতে কি অনুমতি দেবে আদালত?
West Bengal News LIVE: I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস- পশ্চিমবঙ্গ সরকারের! ইডির দাবিতেই মান্যতা
I-PAC কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল কংগ্রেস- পশ্চিমবঙ্গ সরকারের! ইডির দাবিতেই মান্যতা
JEE Mains: নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল
নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় কেন JEE Main? রাজ্য ও BJP-র আপত্তিতে পরীক্ষা পিছিয়ে গেল
Embed widget