Mamata Banerjee:পুলিশি টহলদারি বৃদ্ধি-সহ একাধিক দাবি তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক চেতনার সদস্যদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কর্মক্ষেত্র থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্টে নারী নিরাপত্তা, রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা বসানো, পুলিশি টহলদারি বাড়ানো-সহ একাধিক দাবি তুলে, এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন নাগরিক চেতনার সদস্যরা। কেন্দ্রীয় সরকারের সমীক্ষাতেই নারী সুরক্ষায় এক নম্বরে কলকাতা। পাল্টা বলছে তৃণমূল।
কলকাতায় শীতের আমেজ। আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ
কলকাতায় শীতের আমেজ। আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে ফের তাপমাত্রা বেডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজই ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। অবহাওয়া দফতর সূত্রে খবর, এর কারণেই আটকে যেতে পারে উত্তুরে হাওয়া। যার ফলে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।