KMC Election Viral Video : ইভিএম-এ বারবার বাটন টিপছেন ব্যক্তি, পড়ছে ভোট, ভাইরাল ভিডিও
video got viral in Kolkata : নিজের পরিচয় দিতে গিয়ে ধৃত বলেছেন, তিনি তৃণমূল প্রার্থীর এজেন্টের রিলিভার ছিলেন। তিনি মক পোল করছিলেন।

কলকাতা: পুরভোটের (KMC Election 2021) দিন বড়তলা থানা এলাকার একটি বুথে এক ব্যক্তিকে ইভিএম-এ (EVM) বারবার বাটন টিপতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও (Viral Video) ভাইরাল হয় যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।
এই ঘটনায় বড়তলা থানায় দায়ের হয় অভিযোগ। গৌরব দাস নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি তৃণমূল প্রার্থীর এজেন্টের রিলিভার ছিলেন। তিনি মক পোল করছিলেন। পুলিশ সূত্রে খবর, ধৃত যে সব দাবি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন :
জেনে নিন ২৩ জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল সামনে আসে। কলকাতা পুরসভার ভোটে জোড়াফুলের দাপট অব্যাহত। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভা এলাকায় ১১ শতাংশ ভোট বাড়ল তাদের। অর্থাৎ এই ভোটে নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল। তৃণমূলের ৭ জন প্রার্থী ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন! বাষট্টি হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান।
এই পরিস্থিতিতে বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসক দলের দিকে। বিজেপির অভিযোগ, ' এই নির্বাচন মানুষের প্রকৃত প্রতিফলন নয়। অবাধ ও শান্তিপূর্ণ ছিল না। আবার প্রমাণ করল, এবারের নির্বাচনে মানুষের অংশগ্রহণ কম ছিল। এই পুলিশ-প্রশাসন দিয়ে অবাধ নির্বাচন সম্ভব নয়। ' এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিতর্কিত ভিডিও। এখন খতিয়ে দেখা হচ্ছে, ধৃত যা বলছেন তা আদৌ ঠিক কিনা। এই ভি্ডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।
আরও পড়ুন :






















