West Bengal News Update: বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আইইডি তৈরি থেকে প্রশিক্ষণ!
Bengal News Update: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও!
LIVE
Background
কলকাতা: শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও! ''অভিষেক আমার অনেক উঁচুতে, মমতার সিদ্ধান্তই চূড়ান্ত'
'দলে ২ রকম মত আছে, তালিকা পেয়েছি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত', বয়কট-বিতর্কে অভিষেকের উল্টো মতে তৃণমূলে একে একে চড়ছে সুর! বয়কটের বিপক্ষে অভিষেক, অবস্থানে অনড় কুণাল, পাশে ব্রাত্য, কল্যাণ
'শিল্পী হিসেবে আমি সরকারের বিরোধিতা করব, তার থেকেই শো চাইব?' 'সরকারের বিরুদ্ধে কথা বলে অনুদান আশা করব, এটা হতে পারে না'। 'বিজেপি ক্ষমতায় আসার পর, আমার নাট্যদল কেন্দ্রের ২০টি অনুদান ফিরিয়েছিল'। 'তারপর, কেন্দ্রীয় সরকার শো না দিলে আমি তাদের কাছে কাঁদুনি গাইতে যাব না', আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কট-বিতর্কে চড়া সুর শিক্ষামন্ত্রীরও।
শিল্পীদের বয়কট-বিতর্কে সরাসরি দলেই চ্যালেঞ্জের মুখে অভিষেক? কুণাল-কল্যাণের সুরে এবার বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও! বয়কটের বিপক্ষে অভিষেক, অবস্থানে অনড় কুণাল, পাশে কল্যাণ-ব্রাত্য
আর জি কর-কাণ্ডে শিল্পীদের বয়কট-বিতর্কে নিয়ে তৃণমূলেই তোলপাড়, অভিষেকের মন্তব্যকে 'চ্যালেঞ্জ' কুণালের। 'ওই সময়ে অভিষেক চিকিৎসার জন্য বাইরে ছিলেন'। 'আমার অবস্থানে আমি অনড়, মমতার সিদ্ধান্তই শেষ কথা'। 'কোন শিল্পীদের বয়কট, দলের বিভিন্ন গ্রুপে এনিয়ে বার্তাও গেছিল', শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের ভিন্ন সুর কুণাল ঘোষের!
তৃণমূলেই বয়কট-বিতর্ক, কুণালের পাশে কল্যাণ। বয়কটের বিপক্ষে অভিষেক, উল্টোসুর কুণাল-কল্যাণের। কার্যত অভিষেকের অবস্থানকে 'চ্যালেঞ্জ' কুণাল-কল্যাণের । 'মমতাকে ব্যক্তিগত কুৎসা করলে তাদের সমর্থন নয়'। 'সবার আন্দোলন করার অধিকার আছে, কিন্তু কেন তৃণমূলের অনুষ্ঠানে?', প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক এবার তৃণমূল সাংসদেরও।
ফের মাথা কামিয়ে প্রতিবাদ। চাকরিপ্রার্থীদের পর এবার চাকরিপ্রাপকদের প্রতিবাদ। করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল আন্দোলনকারীদের। নবান্ন ও SSC ভবনেও স্মারকলিপি জমা দেবেন আন্দোলনকারীরা। যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে পদক্ষেপ দাবি চাকরিপ্রাপকদের। ২২ এপ্রিল, ২০২৪: ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল বাতিল করে হাইকোর্ট। ৮ মে, ২০২৪: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এর আগে ধর্মতলায় মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন SLST চাকরিপ্রার্থী রাসমণি পাত্র।
সিউড়িতে তৃণমূল নেতার ইটভাটা থেকে উদ্ধার প্রচুর বেআইনি কয়লা। বিতর্কে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতা মির্জা জাকির হোসেনের ইটভাটায় তল্লাশি পুলিশের
শাসক নেতার ইটভাটায় বাজেয়াপ্ত ২৮৬ টন বেআইনি কয়লা। তল্লাশির সময় পুলিশকে বাধার অভিযোগ। সব বৈধ কাগজ রয়েছে, বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। কোনও বৈধ নথি দেখাতে পারেননি তৃণমূল নেতা, পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: Dev: নতুন বছরে দেব-অভিজিৎ-অতনুর নতুন উপহার, আসছে 'প্রজাপতি'-র সিক্যুয়াল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
District News Update: যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে ধরুক রাজ্য সরকার
যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে ধরুক রাজ্য সরকার। এই দাবিতে টানা ৮দিন ধরে ধর্নার পর, মাথা কামিয়ে প্রতিবাদ করলেন চাকরিপ্রাপক। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল শুরু হলেও, বিকাশ ভবনের আগেই ২০১৬-র এসএলএসটি প্যানেলভুক্তদের থামিয়ে দেয় পুলিশ। পরে স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীদের প্রতিনিধিদল।
West Bengal News: বল তুলতে গিয়ে খালে তলিয়ে গেল যুবক
বল তুলতে গিয়ে খালে তলিয়ে গেল যুবক। উদ্ধারকাজ দেরিতে শুরু হওয়ার অভিযোগ তুলে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাল স্থানীয়রা। স্থানীয় সূত্রে দাবি, গতকাল বিকেলে মধ্য়মগ্রামের দিয়ারা গ্রামে বছর ২০-র রিশভ কুণ্ডু বল তুলতে গিয়ে পড়ে যায় নোয়াই খালে। ঘটনায় এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাঁর। যুবককে খুঁজতে ডুবুরি নামানো হয়েছে জলে।
Bengal News Update: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দেউচা পাঁচামিতে জমি অধিগ্রহণ নিয়ে তৎপরতা
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দেউচা পাঁচামিতে জমি অধিগ্রহণ নিয়ে তৎপরতা। বীরভূমে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। দ্রুত জমি অধিগ্রহণ করে সরকারি সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিলেন মুখ্যসচিব।
West Bengal News: ইসলামপুরে সরকারি গোডাউন থেকে বই চুরির ঘটনার নেপথ্যে বড়সড় চক্র থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
ইসলামপুরে সরকারি গোডাউন থেকে বই চুরির ঘটনার নেপথ্যে বড়সড় চক্র থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর আদালতের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসকে বিঁধল বিরোধীরা। দল-মত-নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছে শাসক শিবির।
West Bengal News: খাগড়াগড়ের জেএমবির হাত ধরেই সক্রিয় এবিটি
খাগড়াগড়ের জেএমবির হাত ধরেই সক্রিয় এবিটি। ছিল মুর্শিদাবাদের জেলে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের ষড়যন্ত্রও! পরপর গ্রেফতারিতে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য।