Kolkata: সাতসকালে দুর্ঘটনা! পার্ক স্ট্রিটে পুরনো বাড়ির কার্নিস ভেঙে জখম ১
House Collapsed: রাস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওই ব্য়ক্তির গায়ে ভেঙে পড়ে কার্নিশ
কলকাতা: পার্ক স্ট্রিটে পুরনো বাড়ির কার্নিস ভেঙে জখম হলেন এক পথচারী।সকাল ৭টা নাগাদ স্টিফেন কোর্ট বিল্ডিংয়ের কার্নিস ভেঙে পড়ে। সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাসেল স্ট্রিটের বাসিন্দা এক ব্যক্তি। তাঁর মাথা ফেটে যায়। শেক্সপিয়র সরণি থানার পুলিশ আহতকে উদ্ধার করে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যায়।
১৯১৯ সালে তৈরি স্টিফেন কোর্টের একটি কার্নিশের অংশ ভেঙে পড়ে। ওই সময়েই নীচের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন মনোজ নামে এক ব্যক্তি। তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় উপর থেকে ভেঙে পড়ে কার্নিশের অংশ। ওই ব্য়ক্তির মাথায় পড়ে কার্নিশের টুকরো। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁদের খবর দিয়ে আনা হয় হাসপাতালে। ওই জখম ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর মাথায় সেলাই পড়েছে, স্ক্যানও করা হচ্ছে বলে সূত্রের খবর। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে চলে আসে পুলিশ। ফুটপাতের ওই অংশ ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে।
এদিন রবিবার, তাই ওই এলাকা অনেকটাই ফাঁকা ছিল। অন্যান্য দিনগুলিতে ব্যস্ত থাকে ওই এলাকা। বহু লোকজন কাজের সূত্রে ওই এলাকায় আসেন। ওই ফুটপাত দিয়ে হাঁটাচলা করেন বহু মানুষ। অন্য দিনে এমন হলে কী হতো তা ভেবেই আতঙ্কিত এলাকার অনেকেই।
এদিনই সকালে কলকাতার (kolkata) আরেক জায়গাতেও পথ দুর্ঘটনা ঘটে। হেস্টিংসে বাইকে ধাক্কা দেয় বেপরোয়া গাড়ির। ভিক্টোরিয়ার মেমোরিয়ালের কাছে ডি এল খান রোড ক্রসিংয়ে বাইকে ধাক্কা দেয় গাড়ি। পা ভাঙল বাইক চালকের, ভর্তি এসএসকেএম হাসপাতালে। গুরুতর জখম হয়েছেন বাইক আরোহী এক হোটেল কর্মী। ভেঙেছে পা। পুলিশ সূত্রে খবর, নাইট ডিউটি সেরে সকাল সাড়ে ৭টা নাগাদ মোটরবাইকে চড়ে ফিরছিলেন চারতারা হোটেলের কর্মী। ময়দানের দিক থেকে যাওয়ার সময়, ভিক্টোরিয়ার সামনে ডি এল খান রোডের সংযোগস্থলে তাঁর বাইকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। পুলিশ ওই বাইক চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। গাড়ি চালকের খোঁজ চালাাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: উপনির্বাচনের দোরগোড়ায় দলবদল, বিজেপিতে প্রাক্তন TMC বিধায়ক