Kolkata Airport: রানওয়ের পাশের জমিতে জমেছে জল, মজুত পাম্প, মোতায়েন কর্মী, কী অবস্থা কলকাতা বিমানবন্দরের ?
Kolkata Airport Situation: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কৈখালি-দমদম এলাকা, কী অবস্থা কলকাতা বিমান বন্দরের ?

ব্রতদীপ ভট্টাচার্য কলকাতা: রাতভর বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশের জমিতে জমেছে জল। এদিকেনিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি পরিমাণ হওয়ার আশঙ্কা।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন কৈখালি-দমদম এলাকা, কী অবস্থা কলকাতা বিমান বন্দরের ?
কলকাতা রানওয়ে সংলগ্ন যে এলাকা গোটাটাই জলমগ্ন হয়ে রয়েছে। গতকাল রাত থেকেই যেভাবে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে, তার ফলে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন। কলকাতা বিমানবন্দরের ভিতরের জমিতে জমেছে জল। তবে রানওয়েতে কিন্তু জল জমেনি। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরের এলাকার সমস্ত জায়গায় তাঁরা পাম্প বসিয়েছেন। রানওয়েটিকে ক্লিয়ার রাখা হয়েছে। তবে যেভাবে জল জমছে, তাতে একটা চিন্তারও কারণ রয়েছে। যদি জলস্তর বাড়তে এভাবে থাকে, তাহলে রানওয়েতেও জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদিও এখন পর্যন্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁরা সমস্ত রকম ব্যবস্থা আগে থেকে নিয়েছিলেন। যেহেতু আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছিল, তাই আগাম পাম্প মজুত রাখা হয়েছে। পাশাপাশি কর্মীদেরও মোতায়েন রাখা হয়েছে। যাতে বিমান চলাচলে কোনও অসুবিধা না হয়।
নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল
নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম। জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে।সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা
IMD সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৮ শে জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা রয়েছে।






















