Book Launch: বর্তমান সমাজে নারী-পুরুষের সম্পর্কের নতুন ব্যাখ্যা মিলবে 'দ্য ম্যান' বইয়ে
Book Launch at Kolkata Book Fair: শনিবার, ১২ মার্চ, কলকাতা বইমেলায় সেই বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল। লেখক জানালেন নারী ও পুরুষের সম্পর্কের বিবর্তনকে নতুন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ে।
সুদীপ্ত আচার্য, কলকাতা: 'দ্য ম্যান' (The Man) নামে বিজ্ঞানভিত্তিক (Scientific Book Launch) নতুন একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হল গতকাল, অর্থাৎ শনিবার, ১২ মার্চ, কলকাতা বইমেলায় (Kolkata International Book Fair)। এই বইয়ের লেখক একটি সরকারি মেডিক্যাল কলেজের ফরেন্সিক সায়েন্স (Forensic Science) বিভাগের অধ্যাপক। 'দ্য ম্যান' বইতে সমাজে নারী ও পুরুষের সম্পর্কের নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি লেখকের।
লেখক, পেশায় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের (Purulia Government Medical College) ফরেন্সিক সায়েন্স বিভাগের অধ্যাপক। তবে পেশার বাইরেও বিভিন্ন বিষয়ে আগ্রহ শোভন কুমার দাসের। সেই সৃষ্টিশীল আগ্রহ থেকেই তিনি লিখেছেন বিজ্ঞানভিত্তিক একটি বই - 'দ্য ম্যান'।
আরও পড়ুন: Visva Bharati University: "ঘরোয়াভাবে হবে বসন্ত উৎসব,'' বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে বিতর্ক
লেখকের কথায়, 'এই বর্তমান সমাজে নারী ও পুরুষের যে দ্বন্দ্ব, বা সামাজিক যে গঠন, দুইই বদলে যাচ্ছে। আমার এই বইতে সেই বদলটা নিয়েই আমি বিস্তৃত আলোচনা করেছি। এই বদল কতটা প্রয়োজনীয়, কতটা ন্যায়সঙ্গত, কতটা প্রাসঙ্গিক, বা আদৌ এই বদল দীর্ঘদিন স্থায়ী হবে কি না, সমাজে কতদিন টিকবে এই বদল! সেই সবই আলোচিত হয়েছে আমার বইয়ে।'
শনিবার, ১২ মার্চ, কলকাতা বইমেলায় সেই বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল। লেখক জানালেন নারী ও পুরুষের সম্পর্কের বিবর্তনকে নতুন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ে। অন্য ধারার 'দ্য ম্যান' বইটির দাম ৪৩৫ টাকা। এই বইটি অনলাইনেও বইটি কিনতে পাওয়া যাবে। এদিন বইমেলায় ১ নম্বর হলে বইটি প্রকাশিত হয়।
প্রসঙ্গত এই বছর বইমেলার থিম বাংলাদেশ (Bangladesj)। ২৮ ফেব্রুয়ারি, সোমবার সল্টলেক সেন্ট্রাল পার্ক (Saltlake) প্রাঙ্গনে ৪৫তম কলকাতা বইমেলার (Kolkata Book faire) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে দুই দেশের সম্প্রীতির বার্তা দেন তিনি।