Kolkata Fire:বড়বাজারের ঘটনার পর নড়ল টনক? অগ্নিকাণ্ড মোকাবিলায় নয়া নির্দেশ
Kolkata News: দমকল, বিদ্য়ুৎ, পুরসভা, বিপর্যয় মোকাবিলা, ও পঞ্চায়েত পাঁচ দফতরের মন্ত্রী ও সচিব, পুলিশ আধিকারিক সহ ১৫ জনের কমিটি গড়া হয়।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: একের পর এক অগ্নিকাণ্ডের পর টনক নড়ল রাজ্যের। কলকাতা পুরসভার (KMC) টাস্ক ফোর্সের বৈঠকে রেস্তোঁরা, শপিংমল নিয়ে নজরদারির নির্দেশ, থার্ড পার্টি দিয়ে অডিট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত বিভাগকে নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ৩০ দিনের মধ্যে ক্যাবিনেটে রিপোর্ট পেশের নির্দেশ।
অগ্নিকাণ্ড মোকাবিলায় নজরদারির নির্দেশ: বড়বাজারে অগ্নিকাণ্ড, সল্টলেকে কারখানায় আগুন, চিনার পার্কে রেস্তোরাঁয় আগুন, লেকটাউনে বহুতলে আগুন। অবশেষে কি টনক নড়ল সরকারের? অগ্নিকাণ্ডে রাশ টানতে ২২ মে রাজ্যস্তরের কমিটি গঠন করে নবান্ন। দমকল, বিদ্য়ুৎ, পুরসভা, বিপর্যয় মোকাবিলা, ও পঞ্চায়েত পাঁচ দফতরের মন্ত্রী ও সচিব, পুলিশ আধিকারিক সহ ১৫ জনের কমিটি গড়া হয়। এক সপ্তাহের মধ্য়েই সেই কমিটির বৈঠক হল কলকাতা পুরসভায়। উঠে এল আগুন নিয়ন্ত্রণ নিয়ে নানা পরামর্শ। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা নিজেদের মতামত খসড়া নিয়ে আলোচনা হল সেই অনুযায়ী আমরা এটাকে ক্য়াবিনেটে পাঠাব। আমাদের কাছে ৩০ দিন সময় আছে। ৩০ দিনের মধ্য়ে ক্য়াবিনেটে পাঠিয়ে দেব।''
২৯ এপ্রিল বড়বাজারের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৪টা তাজা প্রাণ। হোটেল-রেস্তোরাঁ পরিদর্শনে যান খোদ মুখ্য়মন্ত্রী। এরপরই কলকাতার 'রুফ টপ রেস্তোরাঁ' ভাঙার নির্দেশ দেন মেয়র। সেই মামলা গড়িয়েছে আদালতে। এদিনের বৈঠকে রুফটপ রেস্তোঁরা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কলকাতার পাশাপাশি জেলাতেও রেস্তোরাঁ গুলিতেও নজরদারি চালানো নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত মন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে সিদ্ধান্ত হয়, রুফটপ বা ছাদ বিক্রি করা যাবে নারেস্তোরাঁ গুলিকে থার্ড পার্টি দিয়ে অডিট করাতে হবে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর নজরদারি চালাবে। জেলার ক্ষেত্রে নজরদারিতে দায়িত্ব দেওয়া হয় জেলাশাসককে। রাজ্যস্তরের পাশাপাশি জেলাস্তরেও ডিএম ও পুলিশ সুপারের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রিপোর্ট দেবে রাজ্যের কমিটিকে। এখন দেখার কতটা কার্যকরী ভূমিকা নেয় এই কমিটি।
পার্ক স্ট্রিটের রুফটপ রেস্তোরাঁ ভাঙার ক্ষেত্রে মৌখিক স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে গতকাল শুনানি বৈঠক হল কলকাতা পুরসভায়। মঙ্গলবারের এই শুনানি বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার নামী ৩টি রুফটপ রেস্তোরাঁর কর্ণধার-সহ একাধিক রেস্তোরাঁর কর্মী ইউনিয়নের সদস্যরা। বৈঠকে রাতারাতি রেস্তোরাঁ ভেঙে ফেলার বিষয়টি মানবিকতার দিক থেকে দেখার আর্জি জানান রেস্তোরাঁর কর্ণধারেরা। কলকাতা পুরসভা সূত্রে খবর, এই শুনানির জন্য পুরসভার তরফে গঠন করা হয়েছে একটি আলাদা পরিচালন কমিটি। কলকাতা পুরসভার পাশাপাশি সেই কমিটিতে রয়েছেন কলকাতা পুলিশ, দমকল ও আবগারি দফতরের আধিকারিকও। মঙ্গলবার, সেই কমিটির তরফে রেস্তোরাঁগুলির কাছে চাওয়া হয় সমস্ত বৈধ কাগজপত্র। চাওয়া হয় রেস্তোরাঁর অনুমোদিত নকশার নথি। যদিও, রেস্তোরাঁর তরফে দেওয়া নথিতে সন্তুষ্ট হয়নি পুরসভা কর্তৃপক্ষ। ১১ জুন ফের শুনানি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেখানেই রেস্তোরাঁগুলির সমস্ত দাবি লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।






















