ভোট পরবর্তী অশান্তির তদন্তে তৎপর সিবিআই, ৪ জেলায় ঘুরে দায়ের ২১টি এফআইআর
সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬০ মামলার কেস ডিটেলস তদন্তকারীদের হাতে এসেছে। দায়ের হয়েছে ২১টি এফআইআর।
![ভোট পরবর্তী অশান্তির তদন্তে তৎপর সিবিআই, ৪ জেলায় ঘুরে দায়ের ২১টি এফআইআর Kolkata CBI has registered 21 FIRs in 4 districts on post-poll violence ভোট পরবর্তী অশান্তির তদন্তে তৎপর সিবিআই, ৪ জেলায় ঘুরে দায়ের ২১টি এফআইআর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/29/d03193e2c0e8df5fbcd77af472866dc7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে শনিবার ৪ জেলায় যায় সিবিআইয়ের টিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। নদিয়ার চাপড়া থেকে ২ জনকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬০ মামলার কেস ডিটেলস তদন্তকারীদের হাতে এসেছে। দায়ের হয়েছে ২১টি এফআইআর।
গতকাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গুজরাতের কম ইতিহাস জানি না, রাজনীতি প্রতিহিংসার জন্য নয়,জীবনে এত প্রতিহিংসামূলক রাজনীতি দেখিনি।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সিবিআই তদন্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই সপ্তমে উঠেছে রাজনৈতিক তরজা। এই প্রেক্ষাপটে শনিবারই প্রথম গ্রেফতার করল সিবিআই। শনিবার, মৃতের পরিজনের সঙ্গে কথাবার্তা, তাঁদের বয়ান রেকর্ড ও বিভিন্ন নথিপত্র সংগ্রহ করতে রাজ্যের চার জেলায় পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা।
বিজেপির অভিযোগ, ভোটের ফলপ্রকাশের দিন উত্তর ২৪ পরগনার জগদ্দলে তাঁদের বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন বৃদ্ধা শোভারানি মণ্ডল। পরে কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এদিন মৃতের বাড়িতে যায় সিবিআইয়ের টিম। মৃতের পরিবারের তিনজন সদস্য এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে আসে। সিবিআই সূত্রে খবর, তাঁদের বয়ান রেকর্ড করা হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, ২ মে, ভোটের ফল ঘোষণার দিন শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় কাঁকুড়গাছির বাসিন্দা ও বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারকে।
এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে আসেন মৃতের দাদা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামে একটি গাছ থেকে বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা ও বিজেপি কর্মী অরূপ রুইদাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিন সেখানে যায় সিবিআই টিম।
শুক্রবার নদিয়ার চাপড়ার হৃদয়পুরে নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারীরা। আর এ দিন সকালে হৃদয়পুরের পঞ্চায়েত দফতরে পৌঁছোয় সিবিআই টিম। সেখানে স্থানীয় তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে তারা।
এ দিন বিজেপি কর্মী খুনের ঘটনায় হৃদয়পুর গ্রাম থেকে বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে গ্রেফতার করে সিবিআই।
ভোটের ফল বেরনোর পর বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। একইসময়ে কাঁকরতলার নবাসন গ্রামে বিজেপির বুথ সভাপতি মিঠুন বাগদীকেও খুনের অভিযোগ ওঠে।
শনিবার বীরভূমের ইলামবাজার ও কাঁকরতলা, দুটি জায়গাতেই জায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির রিপোর্টে ৪১টি মামলার উল্লেখ ছিল।
কিন্তু এদিন পর্যন্ত সিবিআইয়ের কাছে ৬০টি মামলার কেস ডিটেলস এসেছে। যা হাইকোর্টের ৪১টি মামলার তুলনায় বেশি। ১৭টি জেলা থেকে এখনও পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাস মামলার নথি পাঠানো হয়েছে সিবিআইয়ের কাছে। শনিবার পর্যন্ত ২১টি FIR হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)