Kokata Molestation news: রাস্তায় কুকুরকে খাওয়ানো ঘিরে বচসা, অধ্যাপিকাকে শ্লীলতাহানির অভিযোগ
প্রতিবাদ করলে অধ্যাপিকাকে নিগ্রহ, শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে গেলে বাধা দেওয়া হয় বলে দাবি। অধ্যাপিকার বিরুদ্ধে স্থানীয়দের জড়ো করে উস্কানির অভিযোগ তুলেছেন অভিযুক্ত।
সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: রাস্তায় কুকুরকে খাওয়ানো ঘিরে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায় (Kolkata News)। চিৎপুরে (Chitpur) অধ্যাপিকাকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় চিৎপুর থানায় (Chitpur Police Station) অভিযোগ দায়ের করেছেন অধ্যাপিকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বিশ্বপ্রিয় রায়কে। অভিযোগ, রাস্তার কুকুরকে (Street Dog) খাওয়ানোয় প্রথমে অধ্যাপিকাকে গালিগালাজ করেন অভিযুক্ত। প্রতিবাদ করলে অধ্যাপিকাকে নিগ্রহ, শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। এরপর মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে গেলে বাধা দেওয়া হয় বলে দাবি। পাল্টা অধ্যাপিকার বিরুদ্ধে স্থানীয়দের জড়ো করে উস্কানির অভিযোগ তুলেছেন অভিযুক্ত।
অন্যদিকে আজব কাণ্ডের সাক্ষী ধূপগুড়ি (Dhupguri)। একইসঙ্গে মৃত্যু হল বেশ কিছু কুকুর (Street Dogs) ও কিছু পাখির (Birds)। আর এই মৃত্যুর ঘটনা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ পাড়া অরবিন্দ পল্লী এলাকায়।
গত শুক্রবার (Friday) সকালে স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়ির সামনে একটি পাখি পড়ে থাকতে দেখেন। এরপর ধীরে ধীরে ওই এলাকা থেকে বেশ কয়েকটি পাখি মৃত অবস্থায় উদ্ধার হয়। এর খানিক বাদেই পাড়ার মোড়ে একটি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়। এরপর এক এক করে মোট চারটি কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ এই কাজের পিছনে হাত রয়েছে কোনও অসাধু ব্যক্তির। সেই ব্যক্তি নিজের অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এই অবলা প্রাণীগুলির খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলছে বলেই দাবি বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় কুড়ি থেকে পঁচিশটি কুকুরের দল রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চারটি কুকুরের মৃতদেহ উদ্ধার হলেও আরও কুকুরের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে দাবি তাঁদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পশুপ্রেমী সংস্থার সদস্যরা পৌঁছেছেন। তাঁরা কয়েকটি কুকুরকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এই বিষয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই কুকুরগুলো পাহারা দিত গোটা এলাকা। কার্যত এদের জন্যই নিশ্চিন্তে এলাকাবাসীরা ঘুমোতে যেতেন। এইভাবে কুকুরের মৃত্যুতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।