Kolkata Crime News : 'বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেব, অ্যাসিড ছুড়ে মারব', ফোনে-হোয়াটসঅ্যাপে মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তিকে ফোন করা হলে তাঁর মা ফোন ধরেন। অভিযুক্তর মা জানান, ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই। পুলিশ সূত্রে দাবি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
![Kolkata Crime News : 'বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেব, অ্যাসিড ছুড়ে মারব', ফোনে-হোয়াটসঅ্যাপে মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ Kolkata Crime News Behala Women Threatens to shoot acid attack via Phone WhatsApp Kolkata Crime News : 'বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেব, অ্যাসিড ছুড়ে মারব', ফোনে-হোয়াটসঅ্যাপে মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/480fe5367cc48c363d126250ca760624166061947878252_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবির দত্ত, কলকাতা : এক মহিলাকে ফোনে-হোয়াটসঅ্যাপে, গুলি করার-অ্যাসিড হামলা চালানোর হুমকি দেওয়ার অভিযোগ। মহিলার দাবি, অভিযুক্ত তাঁর পুরনো পরিচিতি। পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা।
বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেব। অ্যাসিড ছুড়ে মারব। ফোনে বা হোয়াটসঅ্যাপে এক মহিলাকে নিরন্তর এই হুমকিই দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দিন দুয়েক ধরে যাঁকে এই হুমকি দেওয়া হচ্ছে, তিনি বেহালার পর্ণশ্রীর বাসিন্দা, এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। মহিলার অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ফোনে ও হোয়াটসঅ্যাপে। অভিযুক্ত তাঁর পুরনো পরিচিত বলে মহিলার দাবি। তবে কী কারণে হুমকি দেওয়া হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।
মহিলা জানান, এই হুমকির কারণে স্বামী ও ২ সন্তানকে নিয়ে তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন। অভিযোগকারিণী বলেছেন, 'আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে। বলছে বাইরে বেরোলেই গুলি করে দেব। অ্যাসিড ছুড়ে মারব। কেন বলছে, বুঝতে পারছি না।'
পর্ণশ্রী থানায় ওই পরিচিত ব্যক্তির নামে রবিবারই লিখিত অভিযোগ করেছেন মহিলা। তারপরও তাঁকে হুমকি দিয়ে ফোন এসেছে বলে মহিলার দাবি। অভিযোগকারিণী বলেছেন, 'আতঙ্কে আছি। পুণেয় থাকত, কলকাতায় এসে এ সব করছে। আগে উত্তর কলকাতায় এক জায়গায় আড্ডা দিতাম। পরে তা নেশার আখড়া হয়ে যায়। তারপর থেকে আর সেখানে যাই না। পুলিশকে জানিয়েছি। পুলিশ ব্যবস্থা নিক।'
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তিকে ফোন করা হলে তাঁর মা ফোন ধরেন। অভিযুক্তর মা জানান, ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই। পুলিশ সূত্রে দাবি, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- মালদায় বধূর শ্লীলতাহানির অভিযোগ, সালিশি সভায় আচমকা গুলি ছুড়ে বসল অভিযুক্ত, আহত মোট ৩
এদিকে, কিছুদিন আগেই শহরের দুঃসাহসিক ডাকাতির ঘটনা (Dacoity) ঘটেছিল। ব্য়বসায়ীর দফতরে ঢুকে ১০ কোটি টাকা মূল্যের গহনা লুঠের অভিযোগ (Jewellery Loot) ওঠে। ব্যবসায়ীর এক কর্মচারীই এই ঘটনায় মূলচক্রী বলে জানা গিয়েছে। সন্দেহ এড়াতে মাথায় আঘাত নিয়ে থানায় হাজির হয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। বরং অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যের কিনারা করে ফেলল পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হল ওই বিপুল পরিমাণ সোনা। আটক করা হয় দু'জনকে। গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি চলছে (Dacoity At Businessman's Home)।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)