Kolkata Crime News : ইলেকট্রিক মিটার পরীক্ষার নামে একাকী বৃদ্ধার হাত-পা-মুখ বেঁধে রোমহর্ষক ডাকাতি! অভিযোগ বেহালাতে
বিকেল সাড়ে ৪টের সময় কোনওক্রমে বাঁধন খুলে বৃদ্ধা বাইরে বেরিয়ে চিৎকার করেন। প্রতিবেশীরা ছুটে যান। বৃদ্ধার মুখে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ফিরিয়ে আনা হয় বাড়িতে।
![Kolkata Crime News : ইলেকট্রিক মিটার পরীক্ষার নামে একাকী বৃদ্ধার হাত-পা-মুখ বেঁধে রোমহর্ষক ডাকাতি! অভিযোগ বেহালাতে Kolkata Crime News dacoity in kolkata elderly women tied valuables looted creates panic among locals Kolkata Crime News : ইলেকট্রিক মিটার পরীক্ষার নামে একাকী বৃদ্ধার হাত-পা-মুখ বেঁধে রোমহর্ষক ডাকাতি! অভিযোগ বেহালাতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/27/daa6367e68d901083ef7b3dbdf10ef24_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌমিত্র রায় ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : ভরদুপুরে একাকী বৃদ্ধার হাত-পা-মুখ বেঁধে মারধর করে রোমহর্ষক ডাকাতির (dacoity) অভিযোগ বেহালার (behala) পর্ণশ্রীতে (parnasree)। স্থানীয় সূত্রে জানা গেছে, পর্ণশ্রীর ইউনিক পার্কের কাছে বৃদ্ধার দোতলা বাড়ি। স্বামী মারা গেছেন। ছেলে চাকরি সূত্রে থাকেন নেদারল্যান্ডসে (nedarlands)। মেয়ে বিবাহিত। পুলিশ জানতে পেরেছে, আজ দুপুরে বৃদ্ধার বাড়িতে ইলেকট্রিক মিটার পরীক্ষার নাম করে হানা দেয় ২ দুষ্কৃতী। অভিযোগ, বৃদ্ধার বেধে রেখে লুঠপাট চালায় তারা। বিকেল সাড়ে ৪টের সময় কোনওক্রমে বাঁধন খুলে বৃদ্ধা বাইরে বেরিয়ে চিৎকার করেন। প্রতিবেশীরা ছুটে যান। বৃদ্ধার মুখে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ফিরিয়ে আনা হয় বাড়িতে। খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে গিয়েছেন লালবাজারের অফিসারেরা (lalbazar)।
গোটা ঘটনার জেরে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বেহালা পর্ণশ্রীর ইউনিক পার্ক এলাকায় এভাবে ডাকাতির ঘটনা আগে কখনও ঘটেনি বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, বাড়িতে একাই থাকতেন উষা কপাট নামের বৃদ্ধা মহিলা। মেয়ে কলকাতাতে থাকলেও বিবাহসূত্রে অন্যত্র থাকেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুপুরে বাড়ির কলিং বেল বাজিয়ে দু'জন দুষ্কৃতী বিদ্যুতের মিটার দেখতে এসেছেন বলে জানায়। মিটার দেখার কথা শুনে বৃদ্ধা বাড়ির দরজা খুলে দেন। যে সুযোগ নিয়ে বৃদ্ধাকে ঠেলে ঘরে ঢুকে পড়ে বাড়ির সদর দরজা বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। তারপর বৃদ্ধার হাত-পা বেঁধে তার মুখে দুষ্কৃতীরা কাপড় গুঁজে দেয় বলেই অভিযোগ।
বৃদ্ধার গায়ে থেকে প্রথমে অলঙ্কার খুলে নেওয়ার পর আলমারী হাতড়ে যাবতীয় অলঙ্কার হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কোনওক্রমে মুখের কাপড় সরিয়ে পাশের বাড়ির লোকজনের নাম ধরে চিৎকার শুরু করেন বৃদ্ধা। স্থানীয়রা জানাচ্ছেন, বৃদ্ধা তাঁদের কাছে অভিযোগ করেন, মুখে কাপড় গুঁজে দেওয়ার পাশাপাশি বালিশ চাপা দিয়ে তাঁকে খুনের চেষ্টাও করে দুষ্কৃতীরা। স্থানীয়রা জানান, তারা যখন গিয়ে দেখেন তখন বৃদ্ধার মুখ দিয়ে রক্ত ঝড়ছিল। ঘটনার কিথুক্ষমের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছল পর্ণশ্রী থানার পুলিশ (police)। এসে পৌঁছন লালবাজারের পুলিশ আধিকারিকরাও। তারপর বৃদ্ধাকে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শ্রুশ্রুষার জন্য। তারপর তাঁকে বাড়িতে নিয়ে এসে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় পুলিশের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকেই বৃদ্ধার ছেলে-মেয়েকে ঘটনার খোঁজ দেওয়া হয়।
আরও পড়ুন- রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিংয়ের ব্যবহার সিবিআইয়ের, কী এই প্রযুক্তি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)