Kolkata Crime News : ভয়াবহ ! কিডনি দান করার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা 'লুঠ'
Laketown Theft : নিয়মিত ডায়ালিসিস চলায় তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিত্সকরা।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, জয়ন্ত পাল ও রঞ্জিত সাউ, কলকাতা : ব্যবসায়ীকে কিডনি দান ( Kidney Donation) করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ঢুকে লুঠের (loot) অভিযোগ। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে অভিযুক্তকে গ্রেফতার করল লেকটাউন ( Lake Town) থানার পুলিশ। লেকটাউনের বাসিন্দা, চল্লিশোর্ধ্ব ব্যবসায়ী অমিতকুমার মোদি কিডনির অসুখে ভুগছেন। তাঁর ডায়ালিসিস চলছে। বিশ্বাসভঙ্গ করে সেই রোগীর থেকেও টাকা লুঠের অভিযোগ উঠল।
২২ জানুয়ারি, থানায় অভিযোগ দায়ের করেন গোলাঘাটার বাসিন্দা ওই ব্যবসায়ী। তাঁর দাবি, নিয়মিত ডায়ালিসিস চলায় তাঁকে কিডনি প্রতিস্থাপনের (Kidney Replacement) পরামর্শ দেন চিকিত্সকরা। কিডনি ( Kidney) দানের জন্য যোগাযোগ হয় মুর্শিদাবাদের বাসিন্দা আজিজুল শেখের সঙ্গে। ব্যবসায়ীর অভিযোগ, গত ৬ জানুয়ারি, অমিতের বাড়িতে অগ্রিম নিতে আসে অভিযুক্ত। সেই সময় অমিতের শারীরিক দুর্বলতা ও বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লুঠপাট চালায় বলে অভিযোগ। দেড় লক্ষ টাকা নগদ ও ক্রেডিট কার্ড নিয়ে অভিযুক্ত চম্পট দেয় বলে অমিতের দাবি।
আরও পড়ুন
৩৭০ টাকা প্রতি সাইকেল, ৫০টি সবুজ সাথী সাইকেল বিক্রি করছিলেন প্রধান শিক্ষিকা ! ভাইরাল ভিডিও
ঘটনার তদন্ত শুরু হয়। বিভিন্ন সূত্রে অভিযুক্ত সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বালিয়ার বালিয়া জেলার রাশরা কোতোয়ালি থানা এলাকায় হানা দিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত আজিজুল শেখকে। ধৃতকে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কলকাতায়। তবে লুঠ করা টাকা এখনও উদ্ধার হয়নি। এই চক্রে আর কেউ জড়িত কি না, ধৃতকে জেরা করে তা খতিয়ে দেখছে পুলিশ। তেমনি চুরি করা অর্থ কোথায় রয়েছে তাও জানার চেষ্টা করা হবে।
অভিযোগকারী অমিত কুমার জানান, তাঁর ডায়ালিসিস চলছে। বুধবারও তিনি ডায়ালিসিস করতে হাসপাতালে গেছেন। টাকাটা উদ্ধার হলে তাঁর উপকার হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী। সেইসঙ্গে অসুস্থ ব্যক্তির কাতর আবেদন, আর কারও সঙ্গে যেন এরকম না হয়।