Kolkata Cyber Crime: 'ভগ্নিপতি' র সঙ্গে সম্পর্ক ছিন্ন ! রাগে সোশ্যাল মিডিয়ায় তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল
Kolkata Cyber Crime Case : তদন্তে নেমে পুলিশ গত ৩০ অক্টোবর গ্রেফতার করে অভিযুক্ত প্রেমিক সঞ্জয় রামকে। ধৃতকে জেরা করেই জানা যায়, ষড়যন্ত্রে জড়িত তরুণীর ভগ্নিপতিও।
আবির দত্ত, কলকাতা : সম্পর্ক ভাঙলেই ভূমিকা বদল! বন্ধু থেকে এক লহমায় শত্রু! প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর ব্ল্যাকমেলের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগ। অভিযোগ, তরুণীর ভগ্নিপতিও প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত।
প্রেমিক ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কলকাতার বাসিন্দা এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমিকের সম্পর্ক ছিন্ন হয়। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর আপত্তিকর ছবি দেখে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।
তদন্তে নেমে পুলিশ গত ৩০ অক্টোবর গ্রেফতার করে অভিযুক্ত প্রেমিক সঞ্জয় রামকে। ধৃতকে জেরা করেই জানা যায়, ষড়যন্ত্রে জড়িত তরুণীর ভগ্নিপতিও। গত ৫ নভেম্বর উত্তরপ্রদেশের বুদ্ধনগর থেকে গ্রেফতার করা হয় ভগ্নিপতি সোনু পটেল ও সোনু কুমার পটেল নামে আরও ২ জনকে।
উত্তরপ্রদেশ থেকে ধৃত তরুণীর ভগ্নিপতি সহ ২ জনকে সোমবার আদালতে তোলা হলে ধৃতদের আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কলকাতায়। কলকাতায় ব্ল্যাকমেল করে টাকা আদায়ের পরেও সোশাল সাইটে সেই সব ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন মহিলার। গ্রেফতার হয় অভিযুক্ত। ফুলবাগানের বাসিন্দা ওই মহিলার অভিযোগ করেন, বেশ কয়েক মাস আগে দেবরাজের সঙ্গে ফেসবুকে আলাপ হয়। ঘনিষ্ঠতা বাড়ার পর মহিলার বেশ কিছু ছবি নেন তিনি। কিছুদিন পরই ওই ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাইতে শুরু করেন দেবরাজ। এভাবে ৭৮ হাজার টাকা হাতিয়েও নেন। আর টাকা দিতে না চাইলে ওই সব ছবি ফেসবুকে পোস্ট করে দেন অভিযুক্ত। ৭ জুলাই লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ জানান মহিলা।
দিকে দিকে সোশ্যাল মিডিয়া প্রতারণার ঘটনা। বিশ্বাসের বসে অদেখা মানুষের সঙ্গে বন্ধুত্বের মূল্য চোকাতে হচ্ছে ভীষণ দাম দিয়ে। থানা-পুলিশ-সাইবারক্রাইম শাখায় ছুটতে হচ্ছে ইজ্জত বাঁচাতে। তাহলে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতানো কি আর যাবে না ? বিশ্বাস করে ছবিও আপলোড করা যাবে না ? কীভাবে এড়ানো যাবে অবাঞ্ছিত পরিস্থিতি ? জানতে পড়ুন ,