Kolkata Rainfall : ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি মহানগরে, কোথায় সবথেকে বেশি দুর্যোগ? আতঙ্কের ছবি দিকে দিকে
Kolkata Record Rainfall : রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। অধিকাংশ রাস্তায় জল জমে দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী।

হিন্দোল দে, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রাতভর ভয়াল বৃষ্টিতে ডুবেছে শহর। এমন ভয়ঙ্কর দুর্যোগ ও জলযন্ত্রণার ছবি বহু দিন দেখেনি এ শহর। পুজোর আগে কার্যত লন্ডভন্ড অবস্থা। গলি থেকে রাজপথ বইছে জলস্রোত। কোথায় কোমর-জল , কোথাও বুক-জল। দিকে দিকে আটকে গাড়ি। ৫ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। সবথেকে বেশি বৃষ্টি দক্ষিণ কলকাতার গড়িয়ার কামডহরিতে।
রেকর্ড বৃষ্টি কলকাতার
কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। কলকাতার প্রায় সর্বত্র বৃষ্টি চলছে। তার জেরে অধিকাংশ এলাকায় জল জমেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করা হবে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।
কবে পর্যন্ত চলবে বৃষ্টি
এদিকে, এখনই কোনও স্বস্তির কথা বলছে না আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । বুধ ও বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় বজ্রপাত, দমকা হাওয়া বইবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জেলায় জেলায়।
কোথায় কত বৃষ্টি
কামডহরি (গড়িয়া): ৩৩২ মিলিমিটার
যোধপুর পার্ক: ২৮৫ মিলিমিটার
কালীঘাট: ২৮০.২ মিলিমিটার
তপসিয়া: ২৭৫ লিমিমিটার
বালিগঞ্জ: ২৬৪ মিলিমিটার
চেতলা: ২৬২ মিলিমিটার
মোমিনপুর: ২৩৪ মিলিমিটার
চিংড়িঘাটা: ২৩৭ মিলিমিটার
পামার বাজার: ২১৭ মিলিমিটার
ধাপা: ২১২ মিলিমিটার
সিপিটি ক্যানাল: ২০৯.৪ মিলিমিটার
উল্টোডাঙ্গা: ২০৭ মিলিমিটার
কুঁদঘাট: ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙা: (ট্যাংরা)২০১ মিলিমিটার
কুলিয়া (ট্যাংরা): ১৯৬ মিলিমিটার
ঠনঠনিয়া: ১৯৫ মিলিমিটার






















