Kolkata: ''পয়সা খায় পুলিশ, দোষ হয় কাউন্সিলরের'' টক টু মেয়র-এ বিস্ফোরক ফিরহাদ
Kolkata News: এদিকে ফিরহাদের বক্তব্যের পরই পালটা সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস (tmc) ও মেয়রকে তোপ দেগেছেন তিনি।
কলকাতা: কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম। টক টু মেয়র-এ বিস্ফোরক কলকাতার মেয়র। বিল্ডিং ডিপার্টমেন্ট ও পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ফিরহাদ। তিনি জানান, ''বিল্ডিং নির্মানের ক্ষেত্রে পয়সা খায় বিল্ডিং ডিপার্টমেন্ট ও পুলিশ, অথচ কাউন্সিলরের নামে দোষ হয়। কড়াভাবে তা দমন করতে হবে এবার। কাউন্সিলর জানেন না কোনটা বৈধ ও কোনটা অবৈধ।'' এখন থেকে এই ধরণের কোনও অভিযোগ উঠলে অভিযুক্ত আধিকারিকদের শোকজের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের।
এদিকে ফিরহাদের বক্তব্যের পরই পালটা সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস ও মেয়রকে তোপ দেগেছেন তিনি। নিজের বক্তব্যে সুজন জানিয়েছেন, ''কাউন্সিলরদের দোষ ঢাকতে চেষ্টা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। দায়ভার নিজেকেও নিতে হবে।''
উল্লেখ্য, পুর পরিষেবা নিয়ে কলকাতার নাগরিকরা যাতে নিজেদের অভাব অভিযোগ, দাবিদাওয়ার কথা সরাসরি মেয়রকে জানাতে পারেন, তার জন্য ‘টক-টু-মেয়র’ অনুষ্ঠান শুরু করেন ফিরহাদ হাকিম। এর আগে গত মাসে সেই অনুষ্ঠানেই মেজাজ হারান কলকাতার মেয়র। আশ্বাসের পরেও কাজ বাস্তবায়িত না হলে, প্রয়োজনে মেয়রের চেয়ার ছেড়ে দেওয়ার কথা বললেন তিনি! ' আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিস চেয়ার। ' - কলকাতা পুরসভার মেয়রের (Firhad Hakim) এই উষ্মা শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দার ফোনে অভিযোগ শোনার পর। মেয়রকে ফোন করেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণ সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্ত। এর আগে আবাসনের নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে ফোন করেছিলেন তিনি। তারপর মাসের পর মাস কেটে গেলেও এখনও এই অবস্থা।
এদিকে, আনিস মৃত্যুকাণ্ডে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ফিরহাদ হাকিম। কোনওভাবেই দোষীদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন: ভোটের ২৪ ঘণ্টা আগেও বহিরাগত ইস্যুতে সরগরম পূর্ব মেদিনীপুরের এগরা