Kolkata Fire : নাটক চলাকালীন হঠাৎ গিরিশ মঞ্চে আগুন !
Girish Mancha : আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন
হিন্দোল দে, কলকাতা : নাটক চলাকালীন হঠাৎ গিরিশ মঞ্চে (Girish Mancha) আগুন (Fire)। আতঙ্কে অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে আসেন দর্শকরা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। তবে পুলিশ সূত্রে খবর, প্রত্যেকেই নিরাপদেই রয়েছেন।
আজই তিলোত্তমার বুকে আরও একটি আগুন লাগার ঘটনা ঘটে। নিউ আলিপুর থানার সামনে প্রাণিসম্পদ ভবনের সামনে জুলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার অফিসের ছয় তলায় আগুন লাগে। আগুন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
মহানগরে ফের আগুন-আতঙ্ক-
সেই খবরের রেশ কাটতে না কাটতেই মহানগরে ফের আগুন-আতঙ্ক। সন্ধে ৬টা নাগাদ গিরিশ মঞ্চে আগুন লাগে। সেই সময় সুমন মুখোপাধ্যায়ের (Suman Mukherjee) নির্দেশনায় একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। হঠাৎই প্রেক্ষাগৃহে আগুন দেখতে পান দর্শকরা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। কোনওক্রমে তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে নাটক দেখতে এসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসুও (Justice Abhijit Ganguly and Biswajit Basu)। তাঁরাও নিরাপদে বেরিয়ে আসেন। সেখান থেকে বেরিয়ে আসার পর গিরিশ মঞ্চেরই একটি অফিসঘরে যান তাঁরা। সেখানে সুস্থ অবস্থাতেই রয়েছেন তাঁরা। জানা গেছে, আজ আদালতের কাজ শেষ করে এই দুই বিচারপতি গিরিশমঞ্চে নাটক দেখতে গিয়েছিলেন।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ৩টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল সূত্রের খবর, প্রেক্ষাগৃহের কোনও একটি কাঠের দরজায় আগুন লেগে থাকতে পারে। তবে, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আবার এয়ার কন্ডিশন থেকেও আগুন লেগে থাকতে পারে বলে অনুমান।
প্রসঙ্গত, চলতি মাসেই পশ্চিম বন্দর থানা এলাকায় গার্ডেনরিচ রোডে ঝুপড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। সকাল সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় কয়েকটি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। কাঠ জ্বালিয়ে রান্না করার সময় আগুন ছড়ায় বলে দমকলের অনুমান।
আরও পড়ুন ; অগ্নিকাণ্ডের সময় গিরিশ মঞ্চের দর্শকাসনে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিৎ বসু