Kolkata News : রিজেন্ট পার্কে বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার !
Dead Body Recovered : কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানা
কলকাতা : রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে মা-বাবা-মেয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার। কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানা।
বাবা ব্যবসায়ী, মেয়ে আইনের ছাত্রী, পুলিশ সূত্রে খবর। কীভাবে মৃত্যু ৩ জনের, তদন্তে রিজেন্ট পার্ক থানা। ব্যবসায় লোকসান, আর্থিক সঙ্কটের জেরে আত্মঘাতী, প্রাথমিক অনুমান পুলিশের। ঝুলন্ত দেহে ইতিমধ্যে পচনও ধরেছে বলে জানা যায়।
এদিকে, আজ চারু মার্কেট থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। কীভাবে মৃত্যু যুবকের? তদন্তে চারু মার্কেট থানা। যদিউ স্থানীয় সূত্রে খবর। ওই যুবকের পাশে মাদকের চিহ্ন পাওয়া গিয়েছে। শরীরের বর্হিভাগে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকবভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন, পাহাড়ে ঘুরতে গিয়ে বাইক নিয়ে খাদে পড়ে মৃত্যু যুবকের
রাজ্যের অন্যান্য অস্বাভাবিক মৃত্যুর খবর-
হুগলির পাণ্ডুয়ায় গাড়ি চালককে গুলি করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি বিহারের আরা জেলায়। অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী। গাড়ি ছিনতাই করে পালানোর সময়, খন্ন্যানের কাছে পুলিশ পথ আটকায়। এক দুষ্কৃতী ধরা পড়লেও, বাকিরা পালিয়ে
যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্যই গাড়ি ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় ছিনতাই ও খুনের মামলা রুজু হয়েছে।
বালুরঘাটে বিজেপি বুথ সভাপতির রহস্যমৃত্যু। বালুরঘাট ফরেস্টে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল। অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতা খুন! চায়ের দোকানে ঢুকে তৃণমূল বুথ সভাপতিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! রবিবার সন্ধেয় হাড়হিম করা এই খুনের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আঁধারমানিক পঞ্চায়েতের দুর্গাবাটি গ্রামে। খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ।