Kolkata Crime News : হরিদেবপুরে ফ্ল্যাটে সাট্টার কারবার, কুখ্যাত দুষ্কৃতী যোগ, গ্রেফতার ৬
Kolkata Police : উদ্ধার ৮টি মোবাইল ফোন-সহ সাট্টার কারবারের একাধিক নথি ও ৩৭ হাজার টাকা।
পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : হরিদেবপুরে ফ্ল্যাটের মধ্যে সাট্টার কারবার। কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ। ৬ জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Police Station)। পুলিশের এফআইআরে নাম রয়েছে শেখ বিনোদ-সহ ৯ জনের। পুলিশ (Police) সূত্রে খবর, হরিদেপুরের ব্যানার্জি পাড়া রোডে ফ্ল্যাটের মধ্যে বছরখানেক ধরে চলছিল সাট্টার কারবার। গতকাল রাতে ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। উদ্ধার ৮টি মোবাইল ফোন-সহ সাট্টার কারবারের একাধিক নথি ও ৩৭ হাজার টাকা।
শহরে সাট্টার কারবারের পর্দাফাঁস। পুলিশের চোখে ধুলো দিতে ফ্ল্যাটের মধ্যে চলছিল রমরমা সাট্টার কারবার। পুলিশ সূত্রে দাবি, আড়ালে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাং। গ্রেফতার ৬ অভিযুক্ত। হরিদেবপুরের ব্যানার্জি পাড়া রোডের এই ফ্ল্যাটেই বছর খানেক ধরে ধরে সাট্টার ঠেক চলছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাটে কারবার চালালে কেউ সহজে সন্দেহ করবে না, তাই বেছে নেওয়া হয়েছিল এই জায়গা। এক বছর আগে এই ফ্ল্যাটে সাট্টার কারবার ফেঁদে বসে শেখ বিনোদের দলবল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ৬ অভিযুক্তকে। এই ঘটনায় পুলিশের FIR-এ শেখ বিনোদ সহ নাম রয়েছে ৯ জনের। তবে বিনোদ সহ ৩ জনের খোঁজ পায়নি পুলিশ।
কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের নামে ভুরি ভুরি অভিযোগ। গত জুলাইয়ে কালীঘাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় শেখ বিনোদকে। গত বছর নভেম্বরে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগেও বিনোদকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, একের পর এক অভিযোগে বিনোদকে গ্রেফতার করা হলেও জামিনে মুক্তি পাওয়ার পর ফের তাঁর নামে নতুন অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের বিনোদের এই নতুন ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ৮টি মোবাইল ফোন, ২টি ক্যালকুলেটর, সাট্টার নথি ও ৩৭ হাজার টাকা।
দিনদুয়েক আগে কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোট কারখানার হদিশ মেলে। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়ে ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নোট তৈরির সরঞ্জাম। কাগজের বান্ডিল থেকে শুরু করে রং, রাসায়নিক, কাঠের ফ্রেম, প্রিন্টার, কী নেই সেখানে। এই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ল্যাপটপ ও পেনড্রাইভ খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- জল থৈ থৈ কলকাতা মেডিক্যাল, জলমগ্ন একাধিক এলাকা, চূড়ান্ত দুর্ভোগে রোগীর আত্মীয়রা