RG Kar Hospital News LIVE: আরজি কর কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন দেবাশিস হালদার
RG Kar Hospital News Updates: আরজি কর হাসপাতালকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য... সব খবরের লাইভ আপডেট দেখুন
LIVE
Background
RG কর মেডিক্যাল হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব জরুরি বিভাগেও পড়ার আশঙ্কা। কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজেও জরুরি বিভাগের পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা। স্বাস্থ্য ভবনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের বিভিন্ন মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে পাঠানো হবে।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। করত না ডিউটি। ঘাঁটি ছিল পুলিশ ব্যারাক। কার মদতে এত দাপট? কলকাতা পুলিশের বাইক নিয়ে দাপিয়ে বেড়াত সঞ্জয়। পুলিশ সংগঠনের ছত্রছায়ায় থেকেই কি লাগামহীন ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয়? আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ই কি একমাত্র অপরাধী? নাকি আরও কেউ জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মৃতার বাড়িতে অ্যাডিশনাল সিপি।
RG Kar Medical College News LIVE Updates: নির্যাতিতার বাড়িতে প্রথম যার ফোন, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব
আরজি কর কাণ্ডের তদন্তে সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে ৬৩
আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুন, লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ
নির্যাতিতার বাড়িতে প্রথম যার ফোন, কাল সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব
কীসের ভিত্তিতে নির্যাতিতার বাড়িতে ফোন? জানতে চায় পুলিশ: সূত্র
আরজি করের ৭জন জুনিয়র চিকিৎসককে ডেকে লালবাজারে জিজ্ঞাসাবাদ
কাল আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও লালবাজারে তলব --
শুধু ৪তলার নয়, পুলিশের নজরে হাসপাতালের ৩০টি ক্যামেরার ফুটেজ
RG Kar Hospital NEWS LIVE Updates: আরজি মেডিক্যাল কলেজের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন প্রেসিডেন্সির পড়ুয়া ও শিক্ষকদের একাংশের
আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন। প্রতিবাদে সরব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও। আরজি মেডিক্যাল কলেজের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন প্রেসিডেন্সির পড়ুয়া ও শিক্ষকদের একাংশের।
RG Kar Medical College News LIVE Updates: আরজি কর কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন দেবাশিস হালদার
আরজি কর কাণ্ডের মধ্যেই রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন দেবাশিস হালদার। অবসরের পরেও স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। অবসরের পর ১৫ মাস স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। রাজ্যের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার ।
RG Kar Hospital NEWS LIVE Updates: আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করেই খুন, বলছে মহিলা চিকিৎসকের ময়নাতদন্ত: সূত্র
আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করেই খুন
বলছে মহিলা চিকিৎসকের ময়নাতদন্ত: সূত্র
'মৃত্যুর আগে ধর্ষণ, গোপনাঙ্গে গভীর ক্ষত'
বলছে মহিলা চিকিৎসকের ময়নাতদন্ত: সূত্র
'শ্বাসরোধ করেই খুন, পায়ের পাতায় চোট'
'প্রথমে দমবন্ধ করে খুনের চেষ্টা, পরে গলা টিপে হত্যা'
'নির্যাতিতার শরীরের ঊর্ধ্বাঙ্গে আঘাতের চিহ্ন'
'মাথাতেও চোট, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন'
বলছে মহিলা চিকিৎসকের ময়নাতদন্ত: সূত্র
ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল দেহরস
RG Kar Medical College News LIVE Updates: আরজি কর কাণ্ডের তদন্তে সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে ৬৩
আরজি কর কাণ্ডের তদন্তে সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে ৬৩
আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুন, লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ
নির্যাতিতার বাড়িতে প্রথম যার ফোন, কাল সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব
কীসের ভিত্তিতে নির্যাতিতার বাড়িতে ফোন? জানতে চায় পুলিশ: সূত্র
আরজি করের ৭জন জুনিয়র চিকিৎসককে ডেকে লালবাজারে জিজ্ঞাসাবাদ
কাল আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও লালবাজারে তলব --
শুধু ৪তলার নয়, পুলিশের নজরে হাসপাতালের ৩০টি ক্যামেরার ফুটেজ