Kolkata: ধর্ষণ মামলায় কৈলাস বিজয়বর্গীয়র আগাম অন্তর্বর্তী জামিন মঞ্জুর
Kolkata: ২০১৮ সালের ২৯শে নভেম্বর শরৎ বোস রোডের ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করেন এই তিন নেতা। এরপরই মহিলা ও তাঁর পরিবারকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
কলকাতাঃ ২০১৮ সালের গণ ধর্ষণ মামলায় কৈলাস বিজয়বর্গীয়র অন্তর্বর্তী আগাম জামিন। ২৫ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর। কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর। ২ আরএসএস নেতারও অন্তর্বর্তী আগাম জামিন।
২০১৮ সালের একটি গণধর্ষণের মামলায় হাইকোর্টে অন্তর্বর্তী আগাম জামিন পেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ২ আরএসএস নেতা। ২৫ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। অভিযোগ, ২০১৮ সালের ২৯শে নভেম্বর শরৎ বোস রোডের ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করেন এই তিন নেতা। এরপরই মহিলা ও তাঁর পরিবারকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ২০২০ সালে আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এদিন রাজ্যের তরফে জানানো হয়, ৪ দিন হল তারা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই শরৎ বোস রোডে ওই ফ্ল্যাটের দুজন সুপারভাইজারের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
কিছুদিন আগেও একবার বিতর্কে জড়িয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার সকলকে মাস্ক ও ২ গজের দূরত্ব বজায় রাখতে বলছেন। এদিকে তাঁর দলেরই বিধায়ক জন্মদিনে পার্টি করলেন দেদার। হল হাজার খানেক লোকের জমায়েত। উঠল খুশির ফোয়ারা। চারিদিকে ফ্ল্যাশবাল্বের ঝলকানি। হইহই রইরই।
করোনা-বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করলেন আকাশ বিজয়বর্গীয়। ইনদৌর-৩ এর বিধায়ক। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে। আকাশ বিজয়বর্গীয়র জন্মদিনের পার্টিতে হাজারো মানুষের ভিড় হল রমরমিয়ে। ভিডিওতে দেখা গেল কারও মুখে ছিল না মাস্ক। ভিড়ের কারও মুখে ছিল না মাস্ক, মানা হয়নি দূরত্ববিধিও। প্রায় একে অন্যের ঘাড়ে উঠে তোলা হল ছবি।
করোনা ও গণেশ উত্সবের জন্য ইন্দোরে চলছে ১৪৪ ও ১৮৮ ধারা। ১০ জনের বেশি একসঙ্গে জমা হওয়াতে নিষেধাজ্ঞা আছে । অথচ নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কৈলাসপুত্রর জন্মদিনের পার্টিতে উপচে পড়ল ভিড়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে নিজের কাজ নিয়ে এতটুকু কুণ্ঠাপ্রকাশ না করেই আকাশ জানিয়েছেন, এত মানুষ যে তাঁকে ভালবেসে জড়ো হয়েছেন, পুজো দিচ্ছেন, তাতে তিনি উল্লসিত।