NCRB: 'এই নিয়ে টানা ৪ বছর ভারতের নিরাপদতম শহর কলকাতা ' ! BJP শাসিত শহরগুলির কী হাল ? মেয়র বললেন..
NCRB Report Firhad On Kolkata: 'এই নিয়ে টানা ৪ বছর ভারতের নিরাপদতম শহর কলকাতা ' ! এক্স হ্যান্ডলে কী লিখলেন কলকাতার মেয়র ?

রুমা পাল, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, কলকাতা: 'এই নিয়ে টানা ৪ বছর কলকাতা ভারতের নিরাপদতম শহর। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া তথ্যে উল্লেখ', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। 'বিজেপি শাসিত রাজ্যের শহরগুলির হাল খারাপ। আইনশৃঙ্খলা খারাপের নিরিখে তালিকার ২ ও ৩ নম্বরে দিল্লি-সুরাত। এটাই কি বিজেপির মতে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা?', প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে পোস্ট কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
আরও পড়ুন, এবার ব্রাত্য বসুর নিশানায় দেব, 'ভাল অভিনেতা, কিন্তু সুপারস্টার বলার জায়গায় নেই..' !
দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। এনসিআরবির রিপোর্টকে হাতিয়ার করে এবার আসরে নামল তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে তৃণমূল নেতারা। যদিও বিজেপির দাবি, অভিযোগ নথিবদ্ধই হয়না। NCRB-র রিপোর্ট অনুযায়ী, দেশের নিরাপদতম শহর কলকাতা। শনিবার এমনটাই দাবি করে, সোশাল মিডিয়ায় পোস্ট করলেন একের পর এক তৃণমূল নেতা। সঙ্গে সঙ্গে পাল্টা সরব হল বিরোধীরাও। আর এই বাগযুদ্ধের আঁচেই ফের চড়ল রাজনীতির পারদ। শনিবার রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সোশাল মিডিয়ায় লেখেন, টানা চতুর্থবার দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেয়েছে কলকাতা।কিন্তু, বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা সঙ্গীন! অপরাধের তালিকায় শীর্ষে কোচি, তারপরেই দিল্লি এবং সুরাট। বিজেপির মতে এটাই কি কার্যকরী আইনশৃঙ্খলা ব্যবস্থা?
তৃণমূলের রাজ্য়সভার সাংসদ সাকেত গোখলেও বিজেপিকে খোঁচা দিয়ে সোশাল মিডিয়ায় লেখেন,টানা চতুর্থবার ভারতের নিরাপদতম শহর কলকাতা। আমরা নিজেরা নিজেদের প্রশংসা করছি না। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র তথ্য়। বিজেপি যতই বাংলার অপমান করুক না কেন, পরিসংখ্যানই সত্য কথা বলে। শিক্ষামন্ত্রী ও তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু,'এই সমীক্ষা প্রমাণ করে যে মানুষ বিশেষত নারীরা এখানে সুরক্ষিত আছে। কেন্দ্রের সরকারের যে সমীক্ষাটি বলছে কলকাতা সর্বোচ্চ সুরক্ষিত শহর। কারণ কলকাতায় আইনশৃঙ্খলা আছে। এখানে মানুষ শান্তিপ্রিয়। মুখ্যমন্ত্রী সব সময় এখানে মানুষকে এখানে নিরাপত্তা দেয়। এই সমীক্ষা প্রমাণ করছে কলকাতা বরাবরই নিরাপদ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে।'
NCRB-র রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল যখন সরব তখন, পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি।বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্য়ায় বলেন,মানুষ বিশ্বাস করবে না। রেকর্ড চেপে দিয়ে করেছে। আরজি কর হয়েছে, কামদুনি হয়েছে। কোথাও অভিযোগ জমা করতে দেয় না। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুন থেকে কসবার ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! খাস কলকাতার একের পর এক ঘটনা গোটা রাজ্য়ে, গোটা দেশে তোলপাড় ফেলেছে। সেকথা মনে করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ, ন্য়াশনাল ক্রাইম রেকর্ডস ব্য়ুরোর রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, আর জি কর, কসবা কলেজের মতো ঘটনা হওয়ার পরেও যদি কলকাতা নিরাপদ শহর হয় তাহলে বোঝাই যাচ্ছে ভারতের বাকি রাজ্যের অবস্থা কেমন। সব মিলিয়ে রিপোর্ট ঘিরে এখন রাজ্য় রাজনীতি সরগরম।






















