Metro Rail: নতুন বছরের আগেই সুখবর, জোকা থেকে মেট্রো চালু ডিসেম্বরেই
Joka Metro: বর্ষবরণের আগে কলকাতাবাসীর (Kolkata News) জন্য সুখবর। ইতিমধ্যেই মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন।
অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নতুন বছরের আগে সুখবর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে জোকা-বিবাদীবাগ মেট্রোর, জোকা-তারাতলা অংশ (Joka Metro)। তার ফলে, চাপ বাড়বে ডায়মন্ড হারবার রোডের উপর। আজ উদ্বোধন হল ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দু'টি আউটপোস্টের (Metro Rail)।
নতুন বছরের আগে সুখবর, ডিসেম্বরেই চালু জোকা-বিবাদীবাগ মেট্রোর জোকা-তারাতলা অংশ
বর্ষবরণের আগে কলকাতাবাসীর (Kolkata News) জন্য সুখবর। ইতিমধ্যেই মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। ইস্ট-ওয়েস্টের একাংশের পর (East West Metro), ডিসেম্বরেই চালু হতে পারে জোকা-বিবাদীবাগ মেট্রোর জোকা-তারাতলা অংশ।
মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়।
মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ বাড়বে ডায়মন্ড হারবার রোডের উপর।
আরও পড়ুন: Kolkata: ধুলো-ধোঁয়ার দাপটে কলকাতার বাতাসে বাড়ছে বিষ, বিপদঘণ্টি বাজতেই তৎপর কলকাতা পুরসভা
সেই জন্য শনিবার ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দুটো আউটপোস্টের উদ্বোধন হল। একটি সখেরবাজারে। অন্যটি জোকায়। অনুষ্ঠানে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের শীর্ষ কর্তারা।
কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বলেন, "ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে বহু লোকের যাতায়াত থাকে। মেট্রো চালু হলে লোকের যাতায়াত আরও বাড়বে। তাই এই আউটপোস্ট আরও গুরুত্বপূর্ণ হবে।"
উদ্বোধন হল ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দু'টি আউটপোস্টের
নন-এসি রেক দিয়ে ট্রায়াল হওয়া পর, সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়। মেট্রো সূত্রে দাবি, ক’দিনের মধ্যেই এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হবে।
এ বছর নভেম্বর মাসেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। শর্তসাপেক্ষে দেওয়া হয় ছাড়পত্র। মেট্রো সূত্রে খবর, তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল। জোকা-তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল প্রকল্পের।
এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ফিরতে পারে পুরনো কাগজের টিকিট এবং পুরনো গেট। কর্মী সংখ্যার ঘাটতির কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ।