Uluberia Water Problem: কল খুললেই রক্তবর্ণ জল, সঙ্গে দুর্গন্ধ! গায়ে লাগতেই চর্মরোগ, উলুবেড়িয়ায় ভয়ঙ্কর ঘটনা
Howrah Water Problem: সেই দূষিত জল ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া জোয়ারগোড়ী অঞ্চলের আমড়াবেড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায়, এমনটাই দাবি।
সুনীত হালদার, হাওড়া: কল খুলতেই ঝরঝর করে বেরিয়ে আসছে লালচে জল। দেখে আঁতকে ওঠে অনেকেই। সঙ্গে ভয়ঙ্কর দুর্গন্ধ। জল তো নয়, যেন রক্তের মতো কিছু! কিন্তু কী এটা? সেই প্রশ্নেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়েই।
কী জানা গিয়েছে?
খবর, উলুবেড়িয়া শিল্পাঞ্চল এলাকায় জল দূষণের কবলে গ্রামবাসীরা। উলুবেড়িয়ার বীরশিবপুরে রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে কেমিক্যাল মিশ্রিত জল ফেলা হচ্ছে উলুবেড়িয়া শিল্পাঞ্চলে জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে, এমনই অভিযোগ উঠেছে।
সেই দূষিত জল ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া জোয়ারগোড়ী অঞ্চলের আমড়াবেড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায়, এমনটাই দাবি। বৃহস্পতিবার রাতে একটি রাসায়নিক মিশ্রিত ট্যাংকারকে রাসায়নিক মিশ্রিত জল ফেলার সময় আটকে দেয় গ্রামবাসীরা। তারপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক মিশ্রিত ট্যাঙ্কারটিকে আটক করে।
গ্রামবাসীদের অভিযোগ পুকুর সহ চাষের জমি সর্বত্র দূষণের জল ঢুকে চাষের জমি, পুকুরের মাছ সব নষ্ট করে দিচ্ছে এবং চর্মরোগ দেখা দিচ্ছে। পুকুরের জল কেউ ব্যবহার করতে না পারারও অভিযোগ উঠেছে। এমনকী গ্রামের টিউবওয়লের জলেও মিশছে এই কেমিক্যাল মিশ্রিত জল, এমনটাই অভিযোগ। কল থেকে যে জল বের হচ্ছে সেই জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং লালচে রং-ও দেখা দিচ্ছে।
আরও পড়ুন, ম্যাট্রিমনি সাইটে ধনী ছেলে দেখলেই ছাদনাতলায়! ৩টে বিয়ে করে কোটি টাকা হাতালেন মহিলা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোন লাভ হয়নি। তারা জানান একাধিকবার জল পরীক্ষার জন্য জলের নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু কোন ব্যবস্থায় নেয়নি প্রশাসন। যদিও জোয়ারগোড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা দাস জানান গ্রামবাসীদের তরফ থেকে লিখিত কোন অভিযোগ জানানো হয়নি তবে তিনি শুনেছেন এই কেমিক্যাল মিশ্রিত জলে এলাকায় ক্ষতি হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে