(Source: ECI/ABP News/ABP Majha)
Khidirpur Dock: বন্দর ছাড়ার আগে উল্টে গেল কন্টেনার বোঝাই জাহাজ
বে হতাহতের কোনও খবর নেই। কীভাবে উল্টে গেল জাহাজটি তা খতিয়ে দেখা হচ্ছ বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
অরিত্রিক ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: বন্দর (Port) ছাড়ার আগেই বিপত্তি। খিদিরপুর ডকে উল্টে গেল কন্টেনার বোঝাই জাহাজ! জলে ডুবে গেল বেশ কিছু কন্টেনার। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে উল্টে গেল জাহাজটি তা খতিয়ে দেখা হচ্ছ বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ
কোথায় যাচ্ছিল জাহাজটি?
গন্তব্য ছিল বাংলাদেশ। তার আগে পণ্য বোঝাই করার জন্য নোঙর করেছিল জাহাজটি। বন্দর ছাড়ার আগেই বিপত্তি। খিদিরপুর ডকে উল্টে গেল কন্টেনার বোঝাই জাহাজ! কলকাতা বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ৫ নম্বর ডকে লোডিংয়ের কাজ শেষ হয় এমভি মেরিন ট্রাস্ট ওয়ান নামে এই পণ্যবাহী জাহাজটির।
ঠিক কী হয়েছিল
সকাল পৌনে এগারোটা নাগাদ আচমকা জাহাজটি উল্টে যায়। বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, জাহাজে ছিল দেড়শোরও বেশি কন্টেইনার। দুর্ঘটনার জেরে ১৮টি কন্টেইনার জলে ডুবে যায়। ১০টি কন্টেইনার ভাসতে থাকায় কোনওমতে সেগুলিকে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করা হয়। কেউ হতাহত হননি।
কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা? অনুমান, ওভারলোডিংয়ের জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরে জাহাজটিকে সোজা করা হয়। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও।
আরও পড়ুন: Calcutta HC Verdict: হাইকোর্টে রামপুরহাট হত্যাকাণ্ডের কেস ডায়েরি জমা, শুনানি শেষ, স্থগিত রায়দান
শুক্রবার জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে অন্য জাহাজে করে পণ্য পাঠানো হচ্ছে সেখানে।
কিছুদিন আগে ক্যান্সার (Cancer Patient) আক্রান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ে নিউটাউনে (Newtown) ইকো পার্কের (Eco Park) সামনে দুর্ঘটনা ঘটে। সিগনালে দাঁড়ানো গাড়িকে ধাক্কা অন্য গাড়ির। রোগী-সহ আহত হন ৫ জন। সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ (Police) সূত্রে খবর, রোগী-সমেত গাড়িটি সিগনালে দাঁড়িয়ে পড়ে। আচমকা ব্রেক কষায়, পিছনের গাড়ি সেটিকে ধাক্কা মারে। দুই গাড়ির চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ।