Calcutta HC Verdict: হাইকোর্টে রামপুরহাট হত্যাকাণ্ডের কেস ডায়েরি জমা, শুনানি শেষ, স্থগিত রায়দান
Calcutta High Court: রামপুরহাটকাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি পেশ। সাক্ষীদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার দাবি রাজ্য সরকারের। খারিজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে অভিযোগ।
সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রামপুরহাট হত্যাকাণ্ডের (Rampurhat Violence) কেস ডায়েরি জমা দিল রাজ্য সরকার (West Bengal Government)। শুনানি শেষ, স্থগিত রায়দান।
জবানবন্দি ইংরেজিতে কেন? প্রশ্ন হাইকোর্টের
‘যাঁরা মারা গেছেন, তারা কি শিক্ষিত? জবানবন্দি ইংরেজিতে কেন? যে ভাষায় জবানবন্দি, সেই ভাষাতেই তো লেখার নিয়ম’, রাজ্য সরকারকে প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির। ‘সামনে যে চিকিৎসক ছিলেন, তিনি লিখেছেন। তাই ইংরেজিতে জবানবন্দি’, প্রধান বিচারপতির প্রশ্নের মুখে জানাল রাজ্য সরকার।
হাইকোর্টে জবাব রাজ্য সরকারের
‘৩১টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সাক্ষীদের সুরক্ষা দেওয়া হয়েছে। একজন বাদে সব মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। সিএফএসএলের (CFSL) দিল্লির অফিসাররা সিআরপিএফ (CRPF) চেয়েছেন। আজ সকালে সিএফএসএলের দিল্লির অফিসারদের আসার কথা ছিল’, রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টে জানাল রাজ্য সরকার।
‘আদালতে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) গেলে তদন্ত প্রভাবিত হবে। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যাবেন না?’ রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে পাল্টা সওয়াল রাজ্য সরকারের।
‘কোনও চার্জশিটে জ্ঞানবন্ত সিংহের নাম ছিল না, প্রমাণও মেলেনি। রিজওয়ানুর মামলার তদন্ত করছিল সিবিআই। ২০১৪-র পরে জ্ঞানবন্তের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এটা রাজ্যের সর্বোচ্চ আদালত। এখানে তাঁর বক্তব্যও শোনা হোক। সঞ্জয় সিংহকে নিয়ে অভিযোগ করা হচ্ছে, তিনি সিটের সদস্যই নন’, সিটের সদস্যদের নিয়ে অভিযোগে হাইকোর্টে পাল্টা সওয়াল রাজ্যের।
বগটুইকাণ্ডের তদন্তে প্রস্তুত কেন্দ্রীয় সংস্থা
‘টিকিট না পাওয়ার জন্য সকালে সিএফএসএলের দিল্লির আধিকারিকরা আসতে পারেননি। আজ বিকেল ৫.১৫-র বিমানে তারা আসছেন। সন্ধে ৭.২০-তে তাঁরা কলকাতা পৌঁছবেন। বিস্ফোরণের কোনও ঘটনা ঘটলে রাজ্য প্রথমে কেন্দ্রকে জানায়। তারপর গুরুত্ব বুঝে এনআইএ-র মত সংস্থা হস্তক্ষেপ করে। মামলা আদালতে বিচারাধীন। আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় সংস্থা প্রস্তুত আছে’, কেন্দ্রের তরফে জানাল হল হাইকোর্টে।
এদিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে ‘সাসপেন্ড রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক’।